এ কেমন স্বাধীনতা!
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১০ মার্চ, ২০১৪, ০৩:৫৩:৫৩ দুপুর
স্বাধীনতা পেয়েও যেন পাইনি স্বাধীনতা
আজও কেন পরের কাছে নত হচ্ছে মাথা!
দুর্নীতিতে গোটা দেশটা ছেয়ে গেছে কেন
করছে যারা এসব কিছু তারাই হেন তেন।
অন্যায় আর অপশাসনে দেশটা গেল তল
আয়না ওরে যুবক তোরা দেশ বাচাতে চল।
এদল পাঠায় ও দলেরে ভিন্ন দেশের তরে
দালাল ভাদায় এখন নাকি দেশটি গেছে ভরে।
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজও কেন পরের কাছে নত হচ্ছে মাথা!
দুর্নীতিতে গোটা দেশটা ছেয়ে গেছে কেন
করছে যারা এসব কিছু তারাই হেন তেন।
ওয়াও কি সুন্দর কথা। ভালো লাগলো
যা চেয়েছি তা পেয়েছি,এতো পরম পাওয়া৷
পাকীরা সব পোলাও খেত,মোদের ছিল ভাত,
আমরা পোলাও খাচ্ছি এখন, তোমরা পাত হাত৷
ধরা যাবেনা,ছুয়া যাবেনা
বলা যাবেনা কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা।
আজও কেন পরের কাছে নত হচ্ছে মাথা!
কাব্য ভাষায় সত্যি কথাটাই তুলে এনেছেন। ধন্যবাদ। ভাল লাগল পড়ে।
মন্তব্য করতে লগইন করুন