বাহার ভাইয়ের আড্ডা পোস্ট : এখন পর্যন্ত ব্লগারদের সমস্যা ও দাবী

লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৮:৫০ রাত

যারা বাহার ভাইয়ের স্টিকি পোস্টে আড্ডাইছেন, তাদের জন্য-

বহুদিন পরে আড্ডা পোস্টের দাতা বাহার ভাই

কথা অইলো সাবলিলভাবে ব্লগিং করতে চাই।

টুডে ব্লগে এই মুহুর্তে সমস্যা আছে যত

সুবিধার মাধ্যমে সেসব করতে হবে নত।

সমস্যা নিয়ে কথা বলে অনেক ব্লগার ভাই

এই কবিতার পরতে তাহা তুলে ধরতে চাই।

ইমো দিয়ে প্যারা ভাগে ঝরে যাহার ঘাম

মহাকবি খুদে ইকবাল বাকপ্রবাস তার নাম।

বার্তা সিস্টেম চালু করার দাবী করলেন যিনি

মো: ওহিদুল আলম নামেই তারে চিনি।

এক এক দিনে পৃথক জনের পোস্ট হবে স্টিকি

বাংলার দামাল সন্তান বলে এটা ধিকি ধিকি।

ফোনেটিক মুডে অপেরা দিয়ে মন্তব্য করার লাগি

সজল আহমদ এটা নিয়েই উঠছে এবার জাগি।

ফন্ট কনভার্টার চাইয়া এবার মাথা জাগান যিনি

রিদওয়ান কবির সবুজ হইয়া বইসা আছেন তিনি।

ম্যাগাজিনকে আরো সুন্দর দেখবে জামাল ভাই

সিটিজি ফোর (৪) বিডি নামে ব্লগে তারে পাই।

বেশি বেশি ব্লগের প্রচার চাহেন উদ্যম নিয়ে

কে বা হবে এমন জনা আব্দুল্লাহ শাহীন বিনে।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183515
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনি এতদিন পরে আবার কোথায় হতে আসলেন ভাই, ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
135687
আবু আশফাক লিখেছেন : কোত্থাও যাইনি ভাইজান, তয় সময় একটু কম পাই কিনা!!
183516
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
নীল জোছনা লিখেছেন : বারে এনা দেখি অটো কবি। Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২০
135688
আবু আশফাক লিখেছেন : আই কবি নই, ওটা বাকপ্রবাস।
ওনি আজকাল খুদে ইকবাল হয়ে উঠিয়াছেন।
183518
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : আরেক কবি আইসা পড়ছে...আমি পালাই..
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২০
135689
আবু আশফাক লিখেছেন : আমি কি কবি? ওটা অইলো গিয়া আন্নে আর বাকপ্রবাস।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
135989
সিটিজি৪বিডি লিখেছেন : আমি কবি নই রে ভাই..আমি কবির ভাই
শুধুমাত্র কন্যার জন্য কবিতা লিখে যায়...
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৩
136233
আবু আশফাক লিখেছেন : -
আমাগো কন্যাও নাই
কবিতাও নাই।
183520
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
জোবাইর চৌধুরী লিখেছেন : হা হা হ..
ভালোই জমছে আপনাদের আড্ডা, অনেক ধন্যবাদ। Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
135690
আবু আশফাক লিখেছেন : এইহানে আড্ডা নয়, আড্ডা অইলো গিয়া বাহার ভাইয়ের ব্লগ কুটিরে। ওইহানে জমছেও ভালো।
183524
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এত তাড়াতাড়ি আড্ডা পোষ্টের পোষ্ট মডেম মানিনা । এখন ও দশভাগ ব্লগারও আসেনি তাদের অভিযোগ নিয়ে । ষ্টিকি দীর্ঘায়িত হলেই ওনারা দেখবেন ও আসবেন । এটাই আমার বিশ্বাস ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
135691
আবু আশফাক লিখেছেন : ঠিক আছে উস্তাদ! আই শিরোনাম পাল্টাইয়া দিছি। হগ্গলেই আইলে ৩দিন পরে আবার পোস্টমর্টেম করুমনে।
অহন কি মাফ করা যায়!!
183525
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি যে একটা প্রস্তাব করেছিলাম সেটা দেখেন নাই জনাব ?রাগ করলাম Crying Crying Crying
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
135692
আবু আশফাক লিখেছেন : রাগ করার কারণ নাইক্ক্যা। অহন দেইহ্যা আহেন। পছন্দ না অইলে কন, আবার লেহুম।
আন্নের স্কাইপিতে কল দিয়ে এক অ্যারাবিয়ানের সাথে কতা অইচে, মাগার কিছু বুঝি নাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৯
135736
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন ঠিক আছে ভাইজান ,,আমার স্কাইপে আবার আরবি আইল কেমতে ?
183527
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : আবু আশরাফ ভাই। সুন্দর জমিয়েছেন। ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
135694
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। জমেছে বাহার ভাইয়ের বাড়িতে। এরম আড্ডা মাঝে মাঝে দেয়া উচিত।
183569
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : সেই রকম হইছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৫
135783
আবু আশফাক লিখেছেন : তাই নাকি?
আপনার স্কাইপি নেম কি?
naim.islam09
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৪
135798
প্যারিস থেকে আমি লিখেছেন : saiful.paris1
183583
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৩
বৃত্তের বাইরে লিখেছেন : পোস্টমর্টেম রিপোর্ট থেকে আমার মূল্যবান পরামর্শ বাদ গেছে Smug Straight Face Waiting
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১০
135796
আবু আশফাক লিখেছেন : স্যরি ভাইজান। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে লেখা কি না!
১০
183612
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৫
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৩
136243
আবু আশফাক লিখেছেন : পড়ে আসলাম। সচেতনতামূলক পোস্ট।
১১
183639
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
সজল আহমেদ লিখেছেন : চরম!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
136236
আবু আশফাক লিখেছেন : -
চরম হলেই গরম হবে
গরম হওয়া মন্দ
নতুন করে দেইখ্যা আহেন
মিলে নাইক্যা ছন্দ!
১২
183732
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৬
আওণ রাহ'বার লিখেছেন : Hot Hot Hot Hot Hot Hot Cheer Cheer Hot Hot Hot
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
136237
আবু আশফাক লিখেছেন : এতান কিতা!
১৩
183948
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মচৎকার! আর কিছু কমু না!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৭
136238
আবু আশফাক লিখেছেন : কুনু দরকার নাইক্ক্যা। যা কইচেন ওতেই অইবে আনে।
১৪
183989
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগারদের দাবি নিয়ে দারুণ সব ছন্দ,
লেগেছে দারুণ হয়নি মন্দ।
ব্লগটা জমে উঠুক আড্ডা কবিতায়,
নিত্য নতুন জ্ঞান পাবো ব্লগারদের লেখায়। Rose Rose Rose Rose
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১০
136241
আবু আশফাক লিখেছেন : -
আহেন ভাইজান আগের মতো
মাঝে মাঝেই আড্ডা দেই
পদ্য নাকি গদ্য হবে
সিদ্ধান্তটা নিয়েই নেই।
১৫
184068
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার হয়েছে। Skull Skull Rose Rose Rose Big Grin Big Grin
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
136242
আবু আশফাক লিখেছেন : -
এতো কেন তারাতারি
মন্তব্য হে আপুজান
পোস্টানের এক দুই মাস আগে
কেমন করে সময় পান?
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৯
136353
মুমতাহিনা তাজরি লিখেছেন : আপনার মত কবিতার সুরে পারবনা।Crying Crying Crying আগে পড়ার সময় কম পাইতাম তাই ৪/৫ টা পড়ে মন্তব্য করে চলে যাইতাম,আর আমন্ত্রন ও বেশি জমা হয়ে গিয়েছিল। এখন ব্যস্ততা কমেছে একটু।
১৬
185805
০৩ মার্চ ২০১৪ রাত ০১:০৪
কোহেলি লিখেছেন :
চমৎকার চমৎকার
আবু আশফাক ভাই
ব্লগারদের নিয়ে
লিখেছেন কবিতা একখান।
১৭
188352
০৭ মার্চ ২০১৪ দুপুর ১২:১৩
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার ভাষায় ব্লগারদের নিয়ে ভালই সাজিয়েছেন। ভাল লাগল পড়ে। ব্যক্তিক্রমধর্মী রসালো এ ধরণের কবিতা মাঝে মধ্যে এক ঘেয়েমিকে দুর করে।

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File