বাহার ভাইয়ের আড্ডা পোস্ট : এখন পর্যন্ত ব্লগারদের সমস্যা ও দাবী
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৮:৫০ রাত
যারা বাহার ভাইয়ের স্টিকি পোস্টে আড্ডাইছেন, তাদের জন্য-
বহুদিন পরে আড্ডা পোস্টের দাতা বাহার ভাই
কথা অইলো সাবলিলভাবে ব্লগিং করতে চাই।
টুডে ব্লগে এই মুহুর্তে সমস্যা আছে যত
সুবিধার মাধ্যমে সেসব করতে হবে নত।
সমস্যা নিয়ে কথা বলে অনেক ব্লগার ভাই
এই কবিতার পরতে তাহা তুলে ধরতে চাই।
ইমো দিয়ে প্যারা ভাগে ঝরে যাহার ঘাম
মহাকবি খুদে ইকবাল বাকপ্রবাস তার নাম।
বার্তা সিস্টেম চালু করার দাবী করলেন যিনি
মো: ওহিদুল আলম নামেই তারে চিনি।
এক এক দিনে পৃথক জনের পোস্ট হবে স্টিকি
বাংলার দামাল সন্তান বলে এটা ধিকি ধিকি।
ফোনেটিক মুডে অপেরা দিয়ে মন্তব্য করার লাগি
সজল আহমদ এটা নিয়েই উঠছে এবার জাগি।
ফন্ট কনভার্টার চাইয়া এবার মাথা জাগান যিনি
রিদওয়ান কবির সবুজ হইয়া বইসা আছেন তিনি।
ম্যাগাজিনকে আরো সুন্দর দেখবে জামাল ভাই
সিটিজি ফোর (৪) বিডি নামে ব্লগে তারে পাই।
বেশি বেশি ব্লগের প্রচার চাহেন উদ্যম নিয়ে
কে বা হবে এমন জনা আব্দুল্লাহ শাহীন বিনে।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওনি আজকাল খুদে ইকবাল হয়ে উঠিয়াছেন।
শুধুমাত্র কন্যার জন্য কবিতা লিখে যায়...
আমাগো কন্যাও নাই
কবিতাও নাই।
ভালোই জমছে আপনাদের আড্ডা, অনেক ধন্যবাদ।
অহন কি মাফ করা যায়!!
আন্নের স্কাইপিতে কল দিয়ে এক অ্যারাবিয়ানের সাথে কতা অইচে, মাগার কিছু বুঝি নাই।
আপনার স্কাইপি নেম কি?
naim.islam09
চরম হলেই গরম হবে
গরম হওয়া মন্দ
নতুন করে দেইখ্যা আহেন
মিলে নাইক্যা ছন্দ!
লেগেছে দারুণ হয়নি মন্দ।
ব্লগটা জমে উঠুক আড্ডা কবিতায়,
নিত্য নতুন জ্ঞান পাবো ব্লগারদের লেখায়।
আহেন ভাইজান আগের মতো
মাঝে মাঝেই আড্ডা দেই
পদ্য নাকি গদ্য হবে
সিদ্ধান্তটা নিয়েই নেই।
এতো কেন তারাতারি
মন্তব্য হে আপুজান
পোস্টানের এক দুই মাস আগে
কেমন করে সময় পান?
চমৎকার চমৎকার
আবু আশফাক ভাই
ব্লগারদের নিয়ে
লিখেছেন কবিতা একখান।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন