Rolling on the Floor Rolling on the Floor ঘুমের রাজ্যে পৃথিবী গদ্যময়!! Rolling on the Floor Rolling on the Floor

লিখেছেন লিখেছেন আবু আশফাক ৩০ জানুয়ারি, ২০১৪, ১১:৫০:৫৯ সকাল



একটি দেশে নতুন রানী সিংহাসনে বসে

বললো সবাই এসো শেখাই ঘুমের কসরত কষে।


ডিজিটালে টাল হয়ে তাই ঘুমিয়ে নিকট জন

রানীও নাকি ঘূমিয়ে পরে বাম কানেতে ফোন।

পাল্লা দিয়ে ঘুমায় তারা মধুর কুঞ্জ বনে

উজির ঘুমায় নাজির ঘুমায় রানীও তাহার সনে।


মখা নামের মগা নাকি ঘুমে হইচে ফাস্ট

মরু নামের সাহারা'রাও হইচে নাকি কাস্ট।



রাবিশ ঘুমায় তাহার কাধে ঘুমায় অগ্নি কন্যা

টুকু ঘুমায় মখার সাথে আনন্দেরই বন্যা।



প্রধান যিনি বলেন তিনি শেখানো সব বুলি

প্রশংসারই ঝাপি তিনি দিছেন নাকি খুলি।

নির্বাচনকে বলেন তিনি হইচে নিরপেক্ষ

হুদা'র চোখে যদিও তাহার গদিই আসল লক্ষ্য।


এমন মজার বক্তৃতাতেও ঘুমিয়ে পড়ে যারা

দেশটা নাকি সত্যিই এবার উদ্ধার করবে তারা।

কত্ত সুন্দর মসনদরে ভাই এলেই ঘুমে ধরে

শান্তি সুখের এমন গৃহ কোন বোকাতে ছাড়ে?




বিষয়: বিবিধ

২৫৪৯ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170224
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
সিটিজি৪বিডি লিখেছেন : সারারাত ওরা ব্যস্ত থাকে বলে ঘুমাতেও পারে না.........
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
123929
আবু আশফাক লিখেছেন : কি কামে ব্যস্ত থাকে? ছন্দে ছন্দে বলুন না, শুনি!
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
123936
সিটিজি৪বিডি লিখেছেন : ওইটা আমার কাজ না.......বাকপ্রবাসের-----
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
123968
আবু আশফাক লিখেছেন : -
বাক প্রবাসতো চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে
আসুন মোরাও ঝাকুনি দেই মাউস-কীবোর্ড ধরে।
170228
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০০
বিন হারুন লিখেছেন : বাহ! ছবিগুলোও চমত্কার Rose
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১১
123939
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।
চমত্কার হবে না? ছবিগুলোও যে সেইসব চমত্কার(!) মানুষগুলোর!!
170233
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
বাকপ্রবাস লিখেছেন : এতো দেখি ঘুম নিয়ে লঙ্কা কান্ড বটে
আজব দেশে ঘুম নিয়ে এমন কান্ডও ঘটে!
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
123955
আবু আশফাক লিখেছেন : -
আজব বলেই এদেশে এমন ঘুম পাড়ানির গান
একটু আগেই করেছে তারা ক্ষমতার সুরা পান।
170234
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন : ঘুমের মধ্যেও উনারা দেশের জন্য চিন্তা করছেন , স্বপ্ন দেখা অন করে রেখেছেন ।

উনাদের মধ্যে স্বপ্ন দেখা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ।

বেশী বেশী স্বপ্ন দেখতে হলে বেশী বেশী ঘুমানোর প্রয়োজন ।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
123959
আবু আশফাক লিখেছেন : -
স্বপ্নটা ভাই বঙ্গবন্ধুর জন্যই রেখে দিন না!

ওনাদের ঘুম দেশ ও জনগণের চিন্তায় হলেইতো ভা লা!!
170238
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
বাকপ্রবাস লিখেছেন :

খোকা ঘুমালো পাড়া জুড়ালো দাদা এলো দেশে
খোকার ঘুম ভাঙতে হলে চড় মারো কষে
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
123962
আবু আশফাক লিখেছেন : -
ভাঙবে না এ ঘুমটি তাদের হাতের চড়ে ভাই
শাহজাহান-মখার জুতার কথা ভুলেতো যা নাই?
170248
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : বরাবরের মতই চমৎকার Thumbs Up
Sleepy Sleepy Sleepy
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
123977
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। আমার মতো করেই মন্তব্য করার জন্য!!
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
123992
ফাতিমা মারিয়াম লিখেছেন : সেই জন্যইতোTongue
170252
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৩
বেআক্কেল লিখেছেন : পুরো রাত বোতল টানেতো তাই সময় পায়না ঘুমাবার তরে। তাই বুড়ো বুড়িরা ঘুমের জালায় একে অপরের গায়ে লটর পটর খায়।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
124008
আবু আশফাক লিখেছেন : -
বোতল টানের কথা কেন অন্য কিছু নয়?
আরো আছে গভীর কথা জয় বাংলা জয়।
170256
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঘুমের গোরে প্রতিযোগিতা আয়োজন। এটাও বোধ হয় জাতির জনকের স্বপ্নদোষ, তুক্ক স্বপ্ন ছিল।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫১
124013
আবু আশফাক লিখেছেন : -
গ্যাঞ্জাম খানের কথার সাথে একমত হবেন যারা
তথ্য আইনের ফাদে হয়তো আটকে যাবেন তারা।
170282
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৭
প্রিন্সিপাল লিখেছেন : আহাহা জনগণকে সুখ দিতে পারলে এমনই হয়।
জনগণ সুখে ঘুমাতে পারে।
তাই তো তাদের মনেও অফুন্ত সুখ। আর সুখ থাকলে ঘুম তো আসবেই, এটাই নিয়ম।

৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৮
124052
আবু আশফাক লিখেছেন : -
বিরোধীদের মহাঘুমে সরকার দিল ঘুম
এমন সুখের ঘুমের জন্য ঐটা বড় রুম।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৬
124060
প্রিন্সিপাল লিখেছেন : কবিতাতে আরো ভাল কিছু পরিস্ফুটিত হয়েছে।
১০
170301
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪১
লোকমান লিখেছেন : ভাই আপনি কি তাদের একটু শান্তিতে ঘুমাতেও দিবেন না?
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
124131
আবু আশফাক লিখেছেন : -
ঘুমুক ওরা শান্তভাবে করছি নাকি আড়ি?
ঘুমের মধ্যেই দেবে এবার বাকশালী যুগ পাড়ি।
১১
170315
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
জোবাইর চৌধুরী লিখেছেন : নানান কিছিমের চেতনায় ওনারা বড়্ড় ক্লান্ত, তাই.......।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
124142
আবু আশফাক লিখেছেন : -
জাতির বাজান স্বপ্নে দেখে সংসদ ঘুমের কক্ষ
সেটাই সত্য(!)হলো যে ভাই নেই বিরোধী পক্ষ।
১২
170354
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
আল সাঈদ লিখেছেন : ঘুম থেকে উঠে দেখবে দাদার দেশ নিয়ে গেছে।
ঘুমাও... আরো ঘুমাও চান্দুরা।
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
124231
আবু আশফাক লিখেছেন : -
দোষ কি শুধুই দাদার
তুলশি এসব ভাদা?
এগিয়ে দিলে নেয়না যারা
তারা হাদা ভোদা।
১৩
170360
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
বেদনা মধুর লিখেছেন :
দেশটা যখন ওপার থেকে চালায় দাদা বাবু
মোদের শুধু জেগে থেকে লাভটা কি ভাই তবুও?
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
124243
আবু আশফাক লিখেছেন : -
ঠিক বলেছেন ভায়া এরা শুধু কায়া
ঘুমেই থাক আর জেগেই থাকুক নেইকো এদের হায়া।
১৪
170508
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
Rolling on the Floor Rolling on the Floor =)
আসুন ঘুমাই
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
124333
আবু আশফাক লিখেছেন : ঠিকাচে, চলেন ঘুমমাই।।।।।।।।।।।।
১৫
170594
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ইশ কি আরাম।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৯
125022
আবু আশফাক লিখেছেন : মহা আরাম, ঘুম না এসে পারে?
১৬
171167
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩২
সাইদ লিখেছেন : ঘুমিয়ে থাকলে সেই সময় টুকু একটু জনগণ একটু আরামে থাকে।জেগে থাকলেই তো বিপদ-
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪০
125023
আবু আশফাক লিখেছেন : ঠিকই বলিয়াছেন।
১৭
179316
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৪
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : হা হা হা
১৮
180761
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভাইয়া ছবিগুলোর বর্ণনা চমৎকার হয়েছে।
১৯
181139
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৫
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ আপু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File