Rose বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে কীবোর্ড যুদ্ধ, এ পর্যন্ত যারা যে দলে নাম লেখালেন Rose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৪ জানুয়ারি, ২০১৪, ১১:১২:৪০ সকাল

বিয়ের গল্প প্রতিযোগিতার বিষয় নিয়ে যুদ্ধরত বন্ধুদের পরিচয় দেয়ার আগে বিয়ে সম্পর্কে বিশ্বখ্যাত মনীষিদের কিছু উক্তি দিয়ে শুরু করি। প্রথমে আমার উক্তিটি দেব। কারণ আমিও একজন ম নী ষি কি না!!!

১. বিয়ের ইন্টারভিউ : অভিজ্ঞতাই যেখানে অযোগ্যতা।।

----------------------- আবু আশফাক

২. বিয়েটা একটা রোমাঞ্ছকর উপন্যাস, যার প্রথম পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়ে থাকে।।

----------------------সেক্সপিয়র

২-যদি ভাল স্ত্রী পাও, তা হলে তোমার নিজের লাভ।কারন তখন তুমি সুখী হতে পারবে।কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তা হলে দেশের লাভ, কারন তখন তুমি দার্শনিক হতে পারবে।।

----------------------- গ্রিক মতবাদ

৩-বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।।

----------------------- ওপেনহাওয়ার

৪-মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পর।।

----------------------- পোলিশ প্রবাদ

৫-স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি?আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট।।

----------------------- রবীন্দ্রনাথ ঠাকুর।


তো যাই হোক, মডুদের নির্বাচিত এবারের প্রতিযোগিতার বিষয় বিয়ের গল্প নিয়ে ছোট্ট একটি পোষ্ট দিয়েছিলাম।অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা 'বিয়ের গল্প '



এখানে বিবাহিত-অবিবাহিত ব্লগার বন্ধুদের দেখতে পেলাম তুমুল যুদ্ধ। কেউ কেউ আবার যুদ্ধের জন্য নতুন অস্ত্র (কীবোর্ড) সংগ্রহ করার জন্যও দাড়িয়ে গেছে।

প্রথমেই চোথাবাজ লিখেছেন : বিঃদ্রঃ অনেকেই অভিযোগ করছে, এই প্রতিযোগিতা শুধু মাত্র বিবাহিতদের জন্য। মোটেও নয়। অবিবাহিতরা লিখুন, আপনার চার পাশে ঘটে যাওয়া কোন বিবাহের সুন্দর-অসুন্দর স্মৃতি গুলো। লিখুন, ভাই-বোন-বন্ধুর বিয়ের ঘটনা গুলো। লিখুন বড়-ছোটদের মধুর সময় গুলো। বিদেশে যারা থাকেন, তারা তুলনা করতে পারে আমাদের দেশের সাথে অন্যদের বিয়ের আনুষ্টানিকতা গুলো। হতে পারে বিয়ে নিয়ে লেখা কোন অনুবাদ ঘটনা/গল্প, কবিতা। অর্থাৎ বিয়ে নিয়ে যেকোন বিষয়েই লেখাকে স্বাগতম।

কিন্তু চোথাবাজের এই কথাকে অ্যাভয়েট করে

বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি অবিবাহিতদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমরা যারা অবিবাহিত তাদের জন্য আলাদা প্রতিযোগিতা নাই কেন?

সেই সাথে অবিবাহিতদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার জোর দাবি জানিয়েছে দামাল।

সবচেয়ে আকষর্ণীয় কথা বলেছেন সিটিজি৪বিডি।

টিজি৪বিডি লিখেছেন : আপনাদের মন খারাপ করার কারন নেই। আসলে আপনাদেরকে উৎসাহ দেবার জন্য এই আয়োজন। আগে আমাদের অভিজ্ঞতার কথা শুনুন তারপর সেই অনুযায়ী মাঠে নামুন।

তিনি ব্যাচেলরদের একটি ছোট লিস্টও করেছেন।

সেই লিস্টে সিরিয়াল নিয়ে আপত্তি জানিয়েছেন মু নূরনবী।

মু নূরনবী লিখেছেন : ভাই, আমার সিরিয়াল এত আগে ক্যান? এই সিরিয়াল কিসের ভিত্তিতে? সিনিয়রের ভিত্তিতে হলে আপত্তি আছে! জামাল ভাই, ধুতি ধইরা টান দিলে খবর আছে!

ব্যাচেলরদের মধ্যে লোকমান ভাইকে নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। অধিকাংশের ভাষায় লোকমান ভাই নাকি মোস্ট সিনিয়র ব্যাচেলর।

ইকুইকবাল লিখেছেন : আমার কপালে বিয়ে নাই তাই আমি অবিবাহিত। (আফসোস)

মু নূরনবী আরো লিখেছেন : প্রিয় মদু মামা, তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে। অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।.............

নুরনবী আবার বলেছেন- কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়।

লোকমান লিখেছেন : তবে এবারের প্রতিযোগিতায় চেয়ারম্যান,ইসমাইল একেবি,জোছনার আলোর'র মত যারা নতুন বিয়ে করেছেন তারা ছক্কা মারবে এটা আমি ভালো করেই জানি।....

অন্যতম একটি কমেন্ট করেছেন আজব মানুষ। অবশ্য তার কথাবার্তাই সব আজব ধরণের।

আজব মানুষ লিখেছেন : তোমরা যারা বিয়ে কর্তে চাও, তারা ওয়াজেদ মিয়ার কষ্টের জীবনটা যেনে যাও।

প্রজাপতি লিখেছেন : এই টপিক পরিবর্তন করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আওণ রাহ'বার লিখেছেন : নাহ এবার একটা পোষ্ট লিখতেই হয়।

অবিবাহিতদের কে নিয়ে মডুদের তামাশার জবাব বিয়ের পোষ্ট লিখেই দেবো।...........

এভাবে এই যুদ্ধ যে কতদিন চলবে তার কোনো হিসেব কষতে পারছিনা।

এই যুদ্ধে যারা যোগ দিয়েছেন-

চোথাবাজ @ বাংলার দামাল সন্তান @ সিটিজি৪বিডি @ ঘুম ভাঙাতে চাই @ ইকুইকবাল @ মু নূরনবী @ দ্য স্লেভ @ গেঁও বাংলাদেশী @ ধ্রুব নীল @ লোকমান @ আজব মানুষ @ আরোহী রায়হান প্রিয়ন্তি @ গন্ধসুধা @ প্যারিস থেকে আমি @ প্রজাপতি @ আব্দুল গাফফার @ ভিশু @ আওণ রাহ'বার @ আলোর কাছে বাঁধা @ আবু তাহের মিয়াজী @ বৃত্তের বাইরে।

বি. দ্র. ব্যাচেলর ব্লগারদের লিস্ট করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ(!) করা গেল।

বিষয়: বিবিধ

২৯০৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158858
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৩
আওণ রাহ'বার লিখেছেন : এই ঐতিহাসিক পোষ্টে আমি প্রথম । ইতিহাস
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
113615
আবু আশফাক লিখেছেন : পোস্ট ঐতিহাসিক কিনা সেটা ভিন্ন সাবজেক্ট। তবে আপনি নিসন্দেহে প্রথম।
পোস্টটা দিয়েছি, বন্ধুদের নিয়ে জমজমাট আড্ডা দেয়ার মানসিকতা নিয়ে।
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
113688
ধ্রুব নীল লিখেছেন : আপনি আছেন বলেই টুডে রঙ্গিন হয়ে আছে। এভাবেই থাকুন।
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৭
113698
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : আওন তুমি কি চিরকুমার থাকবা আজীবন ঠিক করছCrying Crying -- এই দলে নাম লিখাইছ- চাচা চাচি জানলে খবর আছে-- সাবধান হওTalk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
158866
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৭
সাঈদ আল হক তামজিদ লিখেছেন : কেন আমাদের মত অবিবাহিতদের কষ্ট দেওয়া হচ্ছে !! এভাবে যদি প্রতিনিয়ত সুড়সুড়ি দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাবো ? এই পুজিবাদী সমাজের কাছে আমাদের হাত পা তো বাধা
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
113627
আবু আশফাক লিখেছেন : খালি কষ্ট! ওহ!!
পুজিবাদ নিপাত যাক
ব্যাচেলররা মুক্তি পাক।
158880
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
সিটিজি৪বিডি লিখেছেন : আজব নানার কমেন্টসটা জব্বর হইছেরে ভাই..এই না হলে আমাদের পাকনা নানা।
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
113628
আবু আশফাক লিখেছেন : ওরম কমেন্ট না করলেই বরং নানার নানাত্ব নিয়ে কথা উঠতো। জয় আজব নানা!
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪০
113689
ধ্রুব নীল লিখেছেন : নানা Crying Crying
158920
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
ধ্রুব নীল লিখেছেন : আবু আশফাক ভাই মেয়ে দেখেন। স্বাদী করব। Love Struck Love Struck Love Struck
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
113708
আবু আশফাক লিখেছেন : ঘটক পাখি ভাই হওয়ার আদেৌ কোনো ইচ্ছা নাই। তয় আজব নানারে বলা যেতে পারে। আর ২৫ তারিখের আগেই বিয়ে করতে চাইলে গুগল মামায় অ্যাড দিন।
158932
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০০
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : ভাইয়া যুদ্ধে আছি তবে এর মধ্যে বিয়া হইয়া গেলে নাম বাদ দিয়া দিবেন-- Music Music Music Music
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
113709
আবু আশফাক লিখেছেন : সিটিজি৪বিডি (জামাল ভাই) বলেছেন- একটা করলে ব্যাচেলর লিস্ট থেকে নাকি নাম কাটা যায় না। তাই চিন্তা নাই, যুদ্ধ চালিয়ে যান, এর মইধ্যে বিয়া অইয়্যা গ্যালে নাম কাটমু নানে।
160019
০৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো তো ভালো না?
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১০
117038
আবু আশফাক লিখেছেন : ভালো না কইচে ক্যারা? হগ্গলেই ভালা, শুধু আমি....
162711
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার মতিগতি সুবিধার মনে হচ্ছেনা। ডুবে ডুবে কি জল খাওয়ার মতলব মানে আরেকটি বিয়ের পায়তারা? ভাবীর ফোন দিতাছি খাড়ান। Happy] Happy] Happy] Happy] Happy] Happy] Happy Happy
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১১
117039
আবু আশফাক লিখেছেন : ঐকামডা কইরেন না; তাইলে বাসায় যাওয়া মোর ক্যান্সেল করতে অইবো।
174053
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৩
মুমতাহিনা তাজরি লিখেছেন : অনেক মজা লাগলো।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
127594
আবু আশফাক লিখেছেন : পোস্ট করার বহুদিন পরে মজা লাগায় ধন্যবাদ।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
127670
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভাইয়া কি করব পড়ার আমন্ত্রন তিন শতের উপরে সব গুলো পড়তে গেলে সময় লাগে। দেরী হয়ে গেছে সরি।Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File