অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য দুঃসংবাদ! : প্রসঙ্গ- ব্লগ লেখা প্রতিযোগিতা বিয়ের গল্প
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০২ জানুয়ারি, ২০১৪, ০৭:১৫:২৮ সন্ধ্যা
নানা ঘটনা, দুর্ঘটনা অার আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে অতিবাহিত হলো 'টুডে'র ১ বছর। এই এক বছরে টুডে'র কল্যাণে জন্ম হয়েছে অনেক নতুন ব্লগারের; আবার অনেক নবীন ব্লগারগণ পূর্ণ করেছেন অভিজ্ঞতার ঝুলি। অন্যদিকে অভিজ্ঞ ব্লগারগণ ব্লগের আতুর ঘরের শিশুদেরকে দেখিয়ে চলেছেন নতুন নতুন মত-পথ।
টুডে ব্লগের গুলিস্তানে আমার পদার্পনের আজ ১১মাস ১৯ দিন। বলা যায় টুডে'র জন্মের মাত্র ১২ দিন পরই টুডে'র সাথে আমার সম্পর্ক শুরু। এই লেখা পোস্ট করতে গিয়ে মনে হচ্ছে- ইস! আর মাত্র ১২দিন আগে যদি টুডে'র সাথে সম্পর্ক গড়তাম!!
সে যাই হোক, যে শিরোনাম দিয়ে লিখতে বসেছি সেটা বোধ হয় পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। আসলে আমি লিখতে চাচ্ছি টুডে'র জন্মদিন উপলক্ষে প্রতিযোগিতা আয়োজনের বিষয় নিয়ে।
বিষয়টি হচ্ছে- বিয়ের গল্প
পৃথিবীতে সম্ভবত এটি একটি মাত্র ক্ষেত্র, যেখানে ইন্টারভিউ হলেও অন্যান্য ইন্টারভিউতে অবশ্যই জানতে চাওয়া একটি বিষয় এখানে জানতে চাওয়া হয় না। শুধু তা-ই নয়; বরং ঐ বিষয়টা থাকলেই বরং এখানে ডিসকোয়ালিফাই হওয়ার জন্য আর অন্যকিছুর প্রয়োজন হয় না। আর সেই বিষয়টা হচ্ছে- 'অভিজ্ঞতা'।
অন্য যে কোনো ইন্টারভিউতে অভিজ্ঞতাকে বিশেষ যোগ্যতা বিবেচনা করা হলেও বিয়ের ইন্টারভিউতে এটি অযোগ্য হওয়ার একমাত্র কারণ হওয়ার জন্য যথেষ্ট।
আবার ধান ভানতে শীবের গীত হয়ে যাচ্ছে। যা বলতে চাচ্ছি তা হচ্ছে- এবারের প্রতিযোগিতার বিষয়টি অবিবাহিত ব্লগার বন্ধুদের জন্য আঙ্গুর ফল টকের মতো হয়ে যাচ্ছে না তো?
মডুরা অবশ্য নানান প্যাচে অবিবাহিতদের জন্যই এটি অবশ্য গ্রহণীয় করে তোলার চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হচ্ছে যতই প্যাচান হোক, আসলে অবিবাহিত ব্লগারদের জন্য এই প্রতিযোগিতা নয়।
তবে বন্ধুরা! আপনারা যারা বিয়ে নামক দিল্লিকা লাড্ডু এখনও গলধকরণ করেননি, তারা আমার এই লেখা পড়ে প্রতিযোগিতায় অংশ না নিলে আমি কিন্তু জরিমানা দিতে রাজি নই!!
তয়, আমাকে এমন সাবজেক্ট নির্ধারণ করতে দিলে অামি কিন্তু বিয়ের গল্প নির্বাচন না করে, 'বিয়ের কনে দেখা' নির্বাচন করতাম। সবাই কমবেশি বিয়ের কনে দেখতে যায় কিনা! আমি আবার ক্লাস আট এ উঠার আগেই পাচ পাচটি বিয়ের কনে দেখতে গিয়েছিলাম তো তাই।
তো যা-ই হোক, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। অবিবাহিত ব্লগার বন্ধুদের বিয়েতে আমরা দাওয়াত পেলে মডুদের অনুরোধ করবো যাতে করে পরবর্তীতে এই সাবজেক্টের ওপর আবার প্রতিযোগিতার আয়োজন করেন। হা.......... হা.......... হা.......... হা.......... হা
বিষয়: বিবিধ
৩২৯৩ বার পঠিত, ৮২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২. জনাব নুর নবী
৩. জনাব লোকমান
৪. জনাব আজবমানুষ
৫. জনাব আমি (আরে আমিতো একবার করেছি)
এই সিরিয়াল কিসের ভিত্তিতে?
সিনিয়রের ভিত্তিতে হলে আপত্তি আছে!
জামাল ভাই, ধুতি ধইরা টান দিলে খবর আছে!
সিটিজি৪বিডি লিখেছেন : ১ বাংলার দামাল সন্তান
২. জনাব নুর নবী
৩. জনাব লোকমান
৪. জনাব আজবমানুষ
৫. জনাব আমি (আরে আমিতো একবার করেছি)
আপনি ৬ নাম্বারে
৬. ইকুইকবাল
লুকমান তো আমার মোস্ট সিনিয়র!
মদু মামার কাছে নালিশ দিমু নি?*-
..... দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে।
২. জনাব নুর নবী
৩. জনাব লোকমান
৪. জনাব আজবমানুষ
৫. জনাব আমি (আরে আমিতো একবার করেছি)
৬. গেঁও বাংলাদেশী
আমার সিরিয়াল আরো পরে রে ভাই...
ও...মডু মামা....
তোমার খেতা ফুড়ি। কি টিপ থুক্ক টপিক ঝুলাইলা, হেতারা দেখি ধুতি লইয়্যা টানাটানি শুরু কৈরা দিছে।
অবিবাহিত সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তেব্র পত্তিবাদ জানাচ্ছি।
আগামীতে যদি বিবাহিতগণ এই নিয়ে বেশী নাড়াছাড়া করে, তাইলে বিবাহিত-অবিবাহিত একটা ফাইট জমাইয়া দিয়্যুম। মাইন্ড ইট!
হে, বিবাহিতগণ আপনাদের উদ্দেশ্যে বলছি, অবিবাহিত সম্প্রদায়কে লক্ষ্য করে কোন প্রকার কটুক্তির সৃষ্টি করলে দল-মত-ক্ষেত্র-তল্পিতল্পা সহ ব্লগীয় যুদ্ধে যেতে আমরা বাধ্য হবো!
পরিশেষে, লুকমান দোস্তরে...তুর লাইগ্যা মদু মামা এই পুষ্ট ঝুলাইছে, তুই বিয়া কইল্যে মামা কি এমন নির্দয় হতো? কি এমন হতো, মদু মামারে না হয় এক বেলা দাওয়াত দিয়া খাওয়াইতি!
এনিওয়ে, এখন কোন ভেদাভেদ নয়। মদু মামা আর বিবাহিত সম্প্রদায় এক অইছে! আমাদেরও এক অইতে অবে!
...কড়াদৃষ্টি রাখা হবে, চেয়ারম্যান, জামাল ভাই, ওসমান ভাই, জারীর ভাই, চোথাবাজ প্রমুখের দিকে! হেতারা অপজিশনের তুখোড় খেলোয়াড়। অবশ্য ঝাতি ঝানতে চায়, ওনাদের মধ্যে দাম্পত্য লাইফে কে মোস্ট ওয়ান্টেড খেলোয়াড়!
বিয়ে বিয়ে বিয়ে চাই
লোকমান ভাইয়ের বিয়ে চাই..........
আর আন্নে কিন্তুক খেলোয়ার বাছাই করতে গিয়া ফাউল খেলছেন কইল্যাম।
আর ২০১৩ তে যারা একলা থাকার শেষ বছর উদযাপন করেছে তারাও উঠে পরে লাগবেন (আমি কিন্তু মু.নূরনবী, লোকমান বিন ইউসূফ, ভিশু, আবু আশফাক, বাংলার দামাল সন্তান,ইকুইকবাল এদের নাম উল্লেখ করতে চাই না)।
বসে থাকবেন না যারা দিল্লির লাড্ডু অলরেডি খেয়ে বসে আছেন তারাও।
আশা করা যায় এবার ব্লগটি ভালোই জমবে।
স্কাইপি naim.islam09
অবিবাহিতদের কে নিয়ে মডুদের তামাশার জবাব বিয়ের পোষ্ট লিখেই দেবো আমরা অবিবাহিত একদম ব্যাচেলর রাও বিয়ে নিয়ে লিখতে জানি
দুনিয়ার ব্যাচেলর এক হও এক হও
আমি আছি ব্যাচেলরদের সাথে। প্রযোজনে যুদ্ধ করতে করতে কীবোর্ড ভাইঙ্গ্যা ফালামু।
আর আপনি বিবাহিতদের ব্যাচেলর দের দলে নেয়া হবেনা।
এক কথা
সহমত
২. জনাব নুর নবী
৩. জনাব লোকমান
৪. জনাব আজবমানুষ
৫. ইকু ইকবাল
৬. গেঁও বাংলাদেশী
৭. আওণ রাহ'বার
৮. প্রজাপতি
৯. ভিশু(?)
আন্নের কাছে তথ্য থাকলে লিস্টে উঠায়া দিন।
মন্তব্য করতে লগইন করুন