নবান্নের গন্ধে হেমন্তের রূপ : একগুছ ছড়া
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৯ নভেম্বর, ২০১৩, ০৯:৪৫:৩০ সকাল
এক
হেমন্ততে পাকা ধানের গন্ধ আছে বেশ
হেমন্ততে কাটে কৃষকের কান্তির রেশ
হেমন্তেতে মাঠে পড়ে ধান কাটার ধুম
হেমন্ততে কৃষাণীর চোখে থাকে না তো ঘুম।
হেমন্তের এই সকাল বেলা কুয়াশাবুুড়ির ঢেউ
ঘাস গুলিকে মনে হয় স্বপ্নপুরীর কেউ।
হেমন্ততে নবান্নের গল্প জমে বেশ
হেমন্তের এই রূপ কভ‚, না হয় যেন শেষ।
দুই
মৌ মৌ গন্ধে মুখোরিত পরিবেশ
এলো বুঝি, এলো এই নবান্নের সমাবেশ।
নতুন ধানের নতুন খাবার খায় রসে রসে
নবান্নের শেষ বেলা কাটায় গল্পের আভাসে।
এই বাংলার ঘরে ঘরে, নবান্ন আসুক ফিরে
দুঃখ, ব্যাথা, সব যাক মুছে, নবান্নকে ঘিরে।
বাংলার চাষা, কৃষকের ব্রত সবে হউক পূন্য
শূন্য হাতে জোগায় যারা, মানব জাতির অন্ন।
তিন
নবান্নতে নতুন অন্ন কৃষকের ঘরে আসে
ফসলের মাঠে, কৃষকের হাসি সদাই মুখে ভাসে।
কৃষক-কৃষাণী দিবারাত ধরে কাজ করে অবিরাম
সারা বছর আনন্দে থাকতে করে নাকো বিশ্রাম।
আমাদের চাষী, দেশের তরে জীবন বিলিয়ে দেয়
দেশের খাদ্য উৎপাদনে কৃষক বিচিত্র পদক্ষেপ নেয়।
কৃষক দেশের শ্রেষ্ঠ সন্তান স্বীকার করতে হবে
কৃষকের এই অবদান সদা চির জাগ্রত রবে।
বিষয়: বিবিধ
২৭৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন