RoseRose নবান্ন খ্যাত হেমন্তের আগমন RoseRose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৮ নভেম্বর, ২০১৩, ০৭:৫২:১৮ সকাল



হঠাৎ ভোরে হালকা শীতে শিউরে ওঠে মন

এভাবেই দেশে নবান্ন খ্যাত হেমন্তের আগমন।

...............................................

মৃৃদু কুয়াশায় খুব সকালে ঢেকে যায় সারা মাঠ

সোনালী রোদে ধানের শিষে লাগে শিশিরের ছাঁট।

...............................................

সেই অপরূপ দৃশ্য যেন দোলা দেয় কবি মনে

আপন ভাবনায় কবির হৃদয় ভরে যায় শিহরণে।

...............................................

বেলা গড়াতেই মাঠে মাঠে ওঠে ধান কাটবার রব

ধান কাটিতে কৃষকের মনের ভাবনা ঘুচে সব।

...............................................

অন্যদিকে ব্যস্ত কৃষানি ধান ভানিবার তালে

পিঠাপুলি আর ফিরনি পায়েশ বানাবে নতুন চালে।

বিষয়: সাহিত্য

১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File