RoseRoseRoseRose এই নবান্নে RoseRoseRoseRose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৬ নভেম্বর, ২০১৩, ১০:০৪:১০ সকাল



গায়ের বধু


মাঠে মাঠে সোনার বরণ ধান পেকেছে ধান

মনের সুখে গায় চাষী গায় মধুর সুরে গান।

................................................

কৃষাণীদের সবার তাড়া ব্যস্ত সবাই কাজে

তবুও তাদের মায়াবী মুখে ঘোমটা দোলে লাজে।

................................................

বেশ মজাদার হরেক খাবার আউশ-আমন চালে

মিঠায় পিঠায় মুূখর পাড়া বাবুই নাচে ডালে।

................................................

চিড়া মুড়ি খইয়ের ডালা চাষী বউয়ের হাতে

সবার মাঝে দেয় বিলিয়ে সোহাগ থাকে সাথে।

................................................

খেজুর রসের শিরনি পায়েস সবার ঘরে ঘরে

নেই কালিমা হিংসা-বিভেদ সবাই সবার তরে।

................................................

পুরানো দুঃখ সব ভুলেছে আজকে নতুন দিনে

বুকের সাথে বুক মিলেছে নেই কেহ সুখ বিনে।

বিষয়: বিবিধ

১৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File