ফোনালাপ প্রকাশে জড়িতদের শাস্তি চেয়ে রিট : কারা প্রকাশ করেছে ফোনালাপ? উক্তিগুলো দেখুন, জানুন, মন্তব্য করুন

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০২ নভেম্বর, ২০১৩, ০১:৫১:৪৩ দুপুর



যাদের দিকে তাকিয়ে দেশ


ফোনালাপ নিয়ে সরকারী দলের মন্তব্য



“জনগণের জানার স্বার্থে দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ করা উচিত।” - তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু




দেশ ও জাতির স্বার্থেই দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ করা হয়েছে।- বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।




দুই নেত্রীর ফোনালাপ জাতির দীর্ঘদিনের প্রত্যাশা।ওই আলাপ জানা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং জনস্বার্থে তা প্রকাশ করা হয়েছে।- দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত


'বিএনপি'র কাছ থেকে প্রথম ফোনালাপ প্রকাশ পায়। পত্রিকায় এ নিয়ে অনেক কথা ছাপা হয়। জাতি অল্প জানার চেয়ে পুরোটাই জানা ভালো।' - প্রধানমন্ত্রী শেখ হাসিনা

“আমি বা আমার সরকার এই ফোনালাপ প্রকাশ করিনি। তবে আমি মনে করি,বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা উচিত এবং ফোনালাপ প্রকাশ যদি তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ হয়, তাহলে দোষীদের আইনের আওতায় আনা উচিত।” - তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু[

এই উক্তিগুলো শোনার পর আপনার কি মনে হয় এটি সরকার প্রকাশ করেনি?

বিষয়: বিবিধ

২১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File