Rose কীবোর্ড চারণায় মুখর হয়ে উঠুক আমার প্রিয় ব্লগ বিডিটুমরো Rose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫০:৩৯ সকাল

বিডিটুডেতে লিখতে না পেরে, মন্তব্য না করতে পেরে, মন্তব্যের জবাব না দিতে পেরে যখন দম বন্ধ হয়ে আসছিল তখনই একদিন দেখা গেল বিডিটুডেতে আর ঢুকতেই পারছি না। অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। কি আর করা। বন্ধুরা ফেবুতে ওপেন কলাম নামে একটি পাতা খোলায় সেখানে কিছু আড্ডা হতে লাগল। এরপর একদিন এডমিনকে ম্যাসেজ দেওয়ায় তিনি একটি প্রক্সি লিংক দিলেন, যার মাধ্যমে আমার সামনে আবার উন্মুক্ত হলো বিডিটুডে ও বিডিটুডে ব্লগ। কিন্তু না, এবারও সমস্যা কাটলো না। সেই একই সমস্যা। নো মন্তব্য, নো প্রতিমন্তব্য, নো পোস্ট। আবার হতাশ হলাম। তবে এর মধ্যে স্টিকি করা পোস্টে সম্পাদকের লেখায় জানতে পারলাম হতে যাচ্ছে সকল সমস্যার অবসান। আসছে নতুন ঠিকানা। নাম বিডিটুমরো। ধাম : পূর্ব পরিচিত।

আর ঠেকায় কে? ডিজিটা...ল সরকার যত রকমে সমস্যা সৃষ্টি করবে আমরাও ততভাবে নতুন রাস্তা খুলবো!! কি মজা!!!

এখন আর আমি হতাশ নই। বন্ধুদের বলছি- আসুন আবার আমাদের কীবোর্ড চারণায় বিডিটুমরো হয়ে উঠুক মুখরিত। স্বমহিমায় পালিত হোক মিলন মেলা, ঘোষিত হোক সাহিত্য প্রতিযোগিতা,প্রচারিত হোক সুস্থ্যধারার সাহিত্য আড্ডা।

বিষয়: বিবিধ

২৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File