ঢাকায় আমার ছেলেদের ঈদ বা ঢাকায় প্রথম ঈদ
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৯ আগস্ট, ২০১৩, ০৬:০৬:০৭ সন্ধ্যা
দেশে থেকেও প্রবাসী আমি পড়ে থাকি ঢাকা
ঈদের দিনে মনে হলো ঢাকা যেন ফাঁকা।
স্বপরিবারে প্রথম বারে ঢাকায় করলাম ঈদ
স্বজন ছেড়ে থাকার চিন্তায় হয়নি রাতে নিদ।
সাত সকালে জাতীয় মসজিদে গেলাম পড়তে নামায
দেখলাম চেয়ে নতুনভাবেও হতে পারে সমাজ।
নামায শেষে দেখলাম চেয়ে মানুষের মহামিলন
এমন থাকুক সমাজ-রাষ্ট্র হয় না যেন স্খলন।
কোলাকুলি করে সবাই জানায় ভালোবাসা
দেখতে দেখতে নয়ন জুড়ায় দৃশ্য অতি খাসা।
নামায শেষে পায়ে হেটে ঘুরলাম ছেলেদের সাথে
ধনী-দরিদ্র একাকার আজ দেখলাম পথে পথে।
ছেলে দুটোর খুশি দেখে আমি মহাখুশি
চাইবো আমি এমন যেন থাকি দিবা-নীশি।
বিষয়: বিবিধ
১৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন