৩ তারিখের রেজাল্ট ৪ তারিখেও মিলেনা : এ কেমন ডিজিটাল শিক্ষাবোর্ড?

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৪ আগস্ট, ২০১৩, ১০:০৩:১৯ সকাল

ইন্টারনেটে ফলাফল পেতে প্রতিবছরের মতো এ বছরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে ফল প্রার্থীদের। ৩ তারিখ শনিবার দুপুর ২টার পর ওয়েব সাইটে ফল পাওয়ার ঘোষণা দেয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন দেখা গেছে।



কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, দুপুর ২টার পর থেকে সরকারি-বেসরকারি কোনো ওয়েব সাইট কাজ করছে না। এ ছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন লিংক দিয়ে প্রচারণা চালালেও কোথাও রেজাল্ট পাওয়া যাচ্ছে না। শত চেষ্টা করেও আমি সফল হতে পারি নি। অনেককে বলতে হয়েছে যে, আমার নেটের গতি কম হওয়ায় হয়তো এমনটি হয়েছে। অন্য কোথায়ও চেষ্টা করো।

শুরুতে রেজাল্ট পেতে চেষ্টার পর দেখালো- HSC result 2013 rescrutiny program starts from 03 August 2013 & will be contiued upto 2:00 pm of 13 August 2013.

কিন্তু দুপুর ২টার পর থেকে এই মুহৃর্ত পর্যন্ত একই স্থানে শো করছে- HSC result 2013 rescrutiny program starts from 04 August 2013 & will be contiued upto 11:59 pm of 13 August 2013.

তাহলে কি ৩ তারিখের রেজাল্ট আমাদের ডিজিটাল শিক্ষাবোর্ড ৪ তারিখ রাত ১১টা ৫৯মিনিটে নেটে পাবলিস্ট করবে?

কত সুন্দর ডিজিটাল নমুনা!!

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File