ফলাফল স্থগিত করে আন্দোলনকারীদের দমাতে চাচ্ছে। না, বন্ধুরা না; দেশকে কোটা প্রথা থেকে মুক্ত করেই আন্দোলনে ক্ষ্যান্ত দাও।
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১০ জুলাই, ২০১৩, ০৮:২৯:৫১ রাত
সরকার ৩৪তম বিসিএসের ফলাফল স্থগিত করে, পরীক্ষার ফল পুনঃ মূল্যায়ন ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের দমাতে চাচ্ছে। না, বন্ধুরা না; আন্দোলনে যেহেতু নেমেছো; তো এসো, কোটা প্রথা নামক এই ভয়াবহ বৈষম্য থেকে দেশ, জাতি, মেধাবীদের মেধার অবমূল্যায়ণকে মুলোৎপাটন করেই ঘরে ফিরি।
মেধাবীদের দাবী ১০০% যৌক্তিক। সুতরাং কোনো হীনমন্যতা নয়; দাবী আদায়ের আগে ঘরে ফেরা নয়।
আসুন কোটা প্রথার বিরুদ্ধে শাহবাগের রাস্তায় যে আন্দোলন হচ্ছে, তাতে যোগদান করি।
আমাদের শ্লোগান হোক-কোটা নয়, মেধাই হোক আমাদের অহংকার।
এই মেধা ধ্বংসকারী কোঠা প্রথা অবিলম্বে বাতিল করতে হবে।
শাহবাগ চলো যাই
কোটা প্রথার অবসান চাই।
সকল দল ও মতের ভাইরা এই আন্দোলনে শরীক হোন।
বিষয়: বিবিধ
১৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন