ভুল, সবই ভুল : এই বিষয়গুলো কারো খারাপ লাগে কি?
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৩ জুলাই, ২০১৩, ০৩:৫৫:৪৪ দুপুর
১.
যখন এই লেখা লিখছি, ঠিক সেই সময়ে প্রথম পাতার প্রথম পোস্টটির হেড লাইন- ‘লিমারিক’
যা এক কথায় ভুল। সঠিক শব্দটি হবে- ‘লিমেরিক’। লিমেরিক সম্পর্কে উইকিপিডিয়ায় বলা হয়েছে- লিমেরিক(limerick) ইংরেজি শব্দ। শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে। লিমেরিক পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী। সাধারণত ৫ টি চরণে হয়। মিলের বিন্যাস : ক ক খ খ ক। ৩য় ও ৪র্থ পঙ্ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়। ইংরেজি নার্সারী রাইম থেকে এর উৎপত্তি। সাধারণত লিমেরিকের বক্তব্য অর্থবোধক হয় না।
লেখক হয়তো না বুঝেই ভুল লিখেছেন অথবা না জেনে ভুল লিখেছেন। কিন্তু যারা পড়ছি, তাদেরতো ভুল জানা হচ্ছে।
২.
লিমেরিকের একটি পোস্টের পরেই একটি পোস্টের শিরোনাম- ‘’আওয়ামী বর্বরতার শেষ কথায়?--১’’
এখানে হয়তো লেখক লিখতে চেয়েছেন ‘’আওয়ামী বর্বরতার শেষ কোথায়?’’
এটিও হয়তো অসচেতনারই ফল।
৩. ০৩ জুলাই, ২০১৩, ০১:১৫ সময়ে পোস্ট দেয়া একটি লেখার শিরোনাম- ‘’ঢুলু ঢুলু চোখে আমিও নিস্তেজ হয়ে যায় ..’’
এখানে বাক্যের শুরুর দিকে লিখেছেন- ‘আমিও’
অথচ শেষে লিখলেন ‘নিস্তেজ হয়ে যায়’
বাক্যের শুরুতে বোঝা যায় লেখক নিজে নিস্তেজ হয়ে যান
তখন বাক্য হবে- ''ঢুলু ঢুলু চোখে আমিও নিস্তেজ হয়ে যাই''
কিন্তু পূর্ণবাক্য পড়লে বোঝা যায় অন্য কেউ নিস্তেজ হয়ে যায়।
কোনটি ঠিক?
৪.
০৩ জুলাই, ২০১৩, ০৮:৫২ সময়ে পোস্ট দেয়া একটি লেখার শিরোনাম- ‘’পশ্চাত্যের লিভ-টুগেদার এবং আমাদের ইসলাম ধর্ম....’’
এখানে হয়তো লেখক লিখতে চেয়েছেন- ‘’পাশ্চাত্যের লিভ-টুগেদার এবং আমাদের ইসলাম ধর্ম....’’
বোঝাতে চেয়েছেন পশ্চিমাদেরকে আর বোঝালেন পিছনের লোকেদের (যদি ত্যে এখানে য ফলাকে ভুল মনে করি)।
এরকম ভুলগুলো দেখলে মনটা অস্বস্তিতে ভরে যায়। কিন্তু কিছুই করার নেই।
বিষয়: বিবিধ
১৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন