ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান :পর্ব-১০
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৯ জুন, ২০১৩, ০৯:৩৪:৫২ সকাল
আগের পর্ব এখানে Click this link
প্রশ্ন-১০১. মুফাসসির (বহুবচনে মুফাসসিরিন) বলতে কি বোঝায়?
উত্তর : সেই আলেমে দ্বীন, যিনি তাফসির পেশ করেন এবং কোরআনের ব্যাখ্যা ও অর্থ পেশ করেন।
প্রশ্ন- ১০২. একজন মুফসসিরের কী কী গুণাবলী থাকতে হয়?
উত্তর : দৃঢ় বিশ্বাস বা আকীদার ভিত্তি মজবুত থাকতে হয়;
১. আরবী ভাষায় পূর্ণ দখল থাকতে হয় এবং আরবী ব্যাকরণ এবং আরবী বাক্যের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয়;
২. হাদীসশাস্ত্র সম্পর্কে তার জ্ঞানের স্তর গুণগতমানসম্পন্ন হতে হয়।
৩. অন্যান্য তাফসির সম্পর্কে জানানো এবং সাহাবা এবং তাবেইনদের উদ্দেশ্যে বলা নবী মুহাম্মদ (সাঃ) এর বিভিন্ন হাদীস উল্লেখ করা; এবং
৪. ভিত্তিহীন ব্যাখ্যা প্রদান করা থেকে নিজেদের বিরত রাখা।
প্রশ্ন-১০৩. তাফসির পেশ করার মৌলিক বিধিমালাগুলো কী?
উত্তর : আল-কুরআনের অন্যান্য আয়াত দ্বারা, সাহাবা এবং তাবেইনদের উদ্দেশ্যে বলা নবী মুহাম্মদ (সাঃ) এর বিভিন্ন হাদীসসমূহ ব্যাখ্যা করাই তাফসির।
প্রশ্ন-১০৪. তাফসির কত প্রকার?
উত্তর : বিল-রিওয়াইয়া; প্রচারের দ্বারা; আল-কুরআন এবং সাহাবা এবং তাবেইনদের উদ্দেশ্যে বলা নবী মুহাম্মদ (সাঃ) এর বিভিন্ন হাদীস প্রচার করা;
১. বিল-রাই; ইজতিহাদ দ্বারা ১নং ধারায় বর্ণিত উৎস্যসমূহের উপর গুরুত্বপূর্ণ মতামত পেশ করা।
২. বিল-ইশারা; সমকালীন তাফসীর সংক্রান্ত গবেষণার উপর সম্পূর্ণ নির্ভরশীল নয় এবং আল্লাহ প্রদত্ত বিভিন্ন ইঙ্গিত, প্রতীক ও চিহ্ন সম্পর্কে আলোচনা করা।
প্রশ্ন-১০৫. বিখ্যাততম সাহাবা কারা, যাদের তাফসির গুরুত্বপূর্ণ?
উত্তর : আবু বাকর (রা), উমার (রাঃ), উসমান (রাঃ), আলী ইবনে মাসুদ (রাঃ), ইবনে আব্বাস (রাঃ), উবাই বিন খা’ব (রাঃ), যায়িদ বিন ছাবিত (রাঃ), আবু মুসা আল আসারী (রাঃ) এবং আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ)।
প্রশ্ন-১০৬. মক্কায় বসবাসকারী এবং আব্দুল্লাহ ইবনে ’আব্বাস (রাঃ) কর্তৃক প্রশিক্ষিত তাবিইনদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মুফাস্সিরিন কে?
উত্তর : মুজাহিদ (১০৪ হিজরী)।
প্রশ্ন-১০৭. মদীনায় বসবাসকারী এবং উবাই ইবনে খা’ব (রাঃ) কর্তৃক প্রশিতি তাবিইনদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মুফাস্সিরিন কে?
উত্তর : মুহাম্মদ ইবনে কা’ব আল কুরজি (রাঃ) (১১৭ হিজরী), আবু ই’লাইয়া আল রিয়াহী (রাঃ) (৯০ হিজরী) এবং যায়িদ ইবনে আসলাম (রাঃ) (১৩০ হিজরী)।
প্রশ্ন-১০৮. ইরাকে বসবাসকারী এবং ইবনে মাসুদ (রাঃ) কর্তৃক প্রশিতি তাবিইইনদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মুফাস্সিরিন কে?
উত্তর : আল-হাসান আল-বাসরী (রাঃ) (১২১ হিজরী), মাসরুক ইবনে আল-’আজা (রাঃ) (৬৩ হিজরী) এবং ইবরাহীম আল নাখায়ী (রাঃ) (৯৫ হিজরী)।
প্রশ্ন-১০৯. সর্বাধিক প্রসিদ্ধ তাফসিরসমূহের একটি তালিকা পেশ করুন।
উত্তর :
১. তাফসির আল তাবারী (৩১০ হিজরী);
২. তাফসির ইবনে খাতির (৭৭৪ হিজরী);
৩. তাফসির আল-সুয়ূতি (৯১১ হিজরী);
৪. তাফসির আল-জামকাহশাহরি ( ৫৩৯ হিজরী);
৫. তাফসির আল-রাজি (৬০৬ হিজরী);
৬. তাফসির আল-বাইদাওয়ী (৬৮৫ হিজরী);
৭. তাফসীরে ইবনে কাসির;
৮. তাফসীরে মাআরেফুল কুরআন
৯. তাফসির আল-মানার (১৩৫৪ হিজরী);
১০. ফি যিলালিল কোরআন (১৩৮৬ হিজরী);
১১. তাফহিমুল কোরআন (১৪০০ হিজরী)।
এছাড়া রয়েছে তাফসির আল-কুরতুবি এবং তাফসির আল-নাসফি।
প্রশ্ন-১১০. তাফসির আল-তাবারী কে রচনা করেন?
উত্তর : ইবনে জারির আল-তাবারী। তিনি ইরাকে বসবাস করতেন এবং মিশর ও সিরিয়া ভ্রমণ করেন।
প্রশ্ন-১১১. তাফসির আল-তাবারীর শিরোনাম কি?
উত্তর : জামি আল বাইয়ান অথবা তাফসির আল-কুরআন।
প্রশ্ন-১১২. তাফসির আল-তাবারীর বৈশিষ্ট্য কী?
উত্তর : এটি তাফসির বিল রিইওয়া শ্রেণীভুক্ত এবং সাহাবা ও তাবেইনদের উদ্দেশ্যে পেশ করা নবী মুহাম্মদ (সাঃ)-এর বিভিন্ন হাদীসসমূহের উপর ভিত্তি করে তাফসির আল-তাবারী লিখিত হয়েছে।
প্রশ্ন-১১৩. তাফসির আল-তাবারী কতটা গুরুত্ববহ?
উত্তর : ৩০ খন্ডে লিখিত এই তাফসির গ্রন্থটি একটি দীর্ঘ পান্ডিত্যপূর্ণ কাজ এবং ইসলামের প্রাথমিক যুগে লিখিত তাফসিরগুলোর মধ্যে অন্যতম, পরবর্তী সময়ের অধিকাংশ মুফাসসির এবং আলেমে দ্বীন এই তাফসির গ্রন্থের কথা উল্লেখ করেছেন। ১৯০৩, ১৯১১ এবং ১৯৫৪ সালে মিশরে এই তাফসির মুদ্রিত হয়। এই তাফসির গ্রন্থের কোন ইংরেজি তরজমা পাওয়া যায় না।
বিষয়: বিবিধ
২৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন