আগামী কাল ২২ জুন শনিবার সন্ধ্যা ৭টায় মিলন মেলা : আপনি আসছেন তো?
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২১ জুন, ২০১৩, ০৯:৫৭:৫৪ সকাল
মিলন মেলা
জ্ঞানের খেলা
সবাই এলে
জমবে ভালা
টুডে ব্লগের প্রতি শনিবারের জমজমাট আসর মিলন মেলা। মিলন মেলা শুরু হয় প্রতি শনিবার। আগামী কাল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিলন মেলার আসর বসবে ব্লগার বাকপ্রবাসের ব্লগ কুটিরে। বিষয় থাকবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অন্যতম আলোচিত ছাত্র রাজনীতি । ছাত্র রাজনীতির সুফল-কুফল, বর্তমান ছাত্ররাজনীতির অবস্থা ইত্যাদি নিয়ে আলোচনায় মেতে উঠবো। আপনারা সবাই আমন্ত্রিত। ইনশা আল্লাহ আমি আসতেছি । আপনি প্রস্তুত তো?
মিলন মেলা : জ্ঞান পিপাসু আর রুচিশীল ব্লগারদের জমজমাট আড্ডা।
মিলন মেলা : সকলের জন্য উম্মুক্ত, তবে নাস্তিকদের না বলে।
মিলন মেলা : আকর্ষণীয় ও রুচিশীল উপস্থাপনায় বিতর্ক আর যুক্তি উপস্থাপনের এক অনন্য প্লাট ফরম।
তাহলে আপনিও আসুন আমাদের সাথে।
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন