************ শরীয়তের ইমাম!!!***********
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৯ জুন, ২০১৩, ০৭:৫৯:৩৫ সন্ধ্যা
শরীয়তের ইমামের
বানী মোরা শুনে যাই
ইহুদী নয় খ্রিস্টান
আহলে কিতাব তাই।
ডক্টরের মেয়েরা
বিয়ে করে ইহুদী
আমায়তো ধরে নাই
ডক্টরের কুমতি।
সেলিমের ছেলেমেয়ে
বিয়ে করে রাজাকার
পুতুলের দাদা শশুড়
চলে গেছে সেই পার।
আশরাফে বিয়ে করে
ব্রাহ্মনের মেয়েকে
যত দোষ দিতে চাও
এই নন্দ ঘোষকে।
ইহুদী আর খ্রিস্টান
যত কিছুই বলো না
ব্রাহ্মনের চেয়ে ভালো
এটা নয় ছলনা।
কত জনে কত কয়
আল্লাহ না ভগবান
গজে চড়ে বলাতে
করিতে চাও অপমান।
দাদাদের সাথে ভাব
একা নয় মোর দায়
জলীল কি বলে নাই
অনেকেই ওপারে খায়?
ইলেকশন হবে না
বলেছিতো হয় কি
সংবিধান দেখে যাও
মিছে কথা পাও কি?
ক্ষমতা না ছাড়িলে
নিতে পারবে না কেউ
সংবিধান না দেখেই
যত করো ঘেউ ঘেউ।
বিষয়: বিবিধ
১৪৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন