ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : Roseপর্ব-০৯ Rose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৯ জুন, ২০১৩, ০৯:৫২:৪৮ সকাল

পর্ব-০৮ এখানে



পূর্ব প্রকাশের পর..

প্রশ্ন-৮৬. যদিও কুরআন কোন বিশেষ ধারা বজায় রেখে নাযিল হয়নি, তবু সূরা ধারাক্রমানুযায়ী সাজানোর আবশ্যকতা কেন?

উত্তর :
একটি উম্মাহ গঠনের জন্য আল্লাহ কর্তৃক প্রদত্ত নির্দেশনা ধারাবাহিকভাবে উপলব্ধির জন্য সূরাসমূহ ক্রমানুযায়ী সাজানোর আবশ্যকতা রয়েছে।

প্রশ্ন-৮৭. আসহাবুল নুযুল এর অর্থ কি?

উত্তর :
সুনির্দিষ্ট অবস্থা, ঘটনা এবং ওহী নাযিলের কারণসমূহ।

প্রশ্ন-৮৮. তাফসির শব্দের অর্থ কি?

উত্তর :
আল-কুরআনের অর্থ ও ব্যাখ্যা।

প্রশ্ন-৮৯. তাফসিরে আসবাব আল নুজুল এত গুরুত্বপূর্ণ কেন?

উত্তর :
এর গুরুত্ব এই জন্য যে, এটি আয়াতের প্রত্য ও তাৎণিক অর্থ বুঝাতে সাহায্য করে।

প্রশ্ন-৯০. আসবাব আল নুজুল এর সাথে সম্পর্কিত কারা?

উত্তর :
মহানবী (সাঃ) এর সাহাবা (রাঃ)।

প্রশ্ন-৯১. শরীয়াহ্ শব্দটির অর্থ কি?

উত্তর :
ইসলামী আইন সম্পর্কিত আল-কুরআনে বর্ণিত আল্লাহ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত।

প্রশ্ন-৯২. মুহাম্মদ (সাঃ)-এর আগমনের পূর্বে অন্যান্য নবী রাসুলগণ কি তাদের উম্মতের জন্য নিজস্ব শরীয়ত চালু করেন?

উত্তর :
হ্যাঁ।

প্রশ্ন-৯৩. সর্বশেষ প্রদত্ত শরীয়াহ এবং অন্যান্য শরীয়ার মধ্যে কোন পার্থক্য রয়েছে কি?

উত্তর :
হ্যাঁ।

প্রশ্ন-৯৪. মূল আহ্বান এবং শেষ আহ্বান এবং নবীর পূর্বে অন্যান্যদের আহ্বানের মধ্যে কোন পার্থক্য রয়েছে কি?

উত্তর :
হ্যাঁ। আহ্বান একই, এক আল্লাহর উপসানা করা এবং তাকে সিজদা করা। এটাই ইসলামের মর্মকথা।

প্রশ্ন-৯৫. যখন মহানবী (সাঃ) ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কি আল্লাহ কর্তৃক আহকাম সময়োপযোগী করা হচ্ছিল?

উত্তর :
হ্যাঁ।

প্রশ্ন-৯৬. আল-কুরআনের দশটি রিডিং কি?

উত্তর :
আল-কুরআনের কিছু আয়াতের উচ্চারণের পরিবর্তন এবং যে ভাবে শব্দাচ্চরণ করা হয়, তাই বুঝায়।

প্রশ্ন-৯৭. আল-কুরআন তেলাওয়াতের সর্বাধিক প্রচলিত কোন্ পদ্ধতি রয়েছে?

উত্তর :
১২৭ হিজরীতে ’আসিম এর নিকট হতে ১৮০ হিজরীতে হাফস যে পদ্ধতিতে তেলাওয়াত করেন, তা আমাদের মধ্যে সর্বাধিক প্রচলিত।

প্রশ্ন-৯৮. মিশর বাদে উত্তর আফ্রিকায় সর্বাধিক প্রচলিত কোন্ পদ্ধতিতে আল-কুরআন তেলাওয়াত করা হয়?

উত্তর :
১৬৯ হিজরীতে নাফি হতে ১৯৭ হিজরীতে ওয়ারস যে পদ্ধতিতে কুরআন মজিদ তেলাওয়াত করতেন, সেই পদ্ধতিটি সেখানে সর্বাধিক প্রচলিত।

প্রশ্ন-৯৯. কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই প্রতিপাল্য পদ্ধতির শর্তগুলো কি কি?

উত্তর :
তেলাওয়াতের ক্ষেত্রে আরবী ব্যাকরণের নিয়ম-কানুনের সাথে একাত্ম থাকতে হবে, উসমান (রাঃ) এর সময়ে লিখিত কুরআনের পান্ডুলিপি অনুসরণ করতে হবে এবং নবী (সাঃ)-এর সাহাবীগণ যে পদ্ধতি অনুসরণ করেছেন, সেই নির্ভরযোগ্য পদ্ধতি খুঁজে তাকে সেইভাবে তেলাওয়াত করতে হবে।

প্রশ্ন-১০০. তাফসির এবং তাওওইল এর অর্থ কি?

উত্তর :
উস্সারা ধাতু হতে তাফসির শব্দটির ব্যুৎপত্তি। এর অর্থ ব্যাখা করা, ব্যাখা নির্দেশ করা, কুরআনের আয়াতের জটিল অংশ সহজভাবে পাঠকদের সামনে পেশ করা। অপরদিকে, তাওওইল শব্দটি ‘আওয়ালা’ ধাতু হতে উৎপন্ন হয়েছে। এরও অর্থ ব্যাখ্যা ও নির্দেশ করা। প্রকৃতপক্ষে কুরআনের বিভিন্ন আয়াতের অর্থ সহজভাবে উপস্থাপন করাই তাফসির ।

বিষয়: বিবিধ

১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File