মিলন মেলা পোষ্ট {০৮} বিষয়ঃ শৈশব
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৮ জুন, ২০১৩, ০৬:৫৯:৩৪ সন্ধ্যা
আস্ সালামু আলাইকুম।
সবাইকে সালামান্তে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টুডে ব্লগের বহুল আলোচিত ও প্রত্যাশিত ব্লগারদের আসর “মিলন মেলা”।
মিলন মেলার আজকের বিষয়ঃ “শৈশব’’।
শুরুতেই বন্ধুদের উদ্দেশ্যে শৈশব নিয়ে কয়েক ছত্র।
“শৈশব”
সাথীদের সাথে খেলে কাটাতাম দিন,
খেলাধুলা-ছুটোছুটি সব বাঁধাহীন।
ফড়িংয়ের পিছে পিছে কাটতো দুপুর,
কাদা মেখে পুকুরে ঝাপুর ঝুপুর।
গাছে গাছে ধরতাম পাখিদের ছানা,
শৈশবে এসবের ছিলো না তো মানা।
কোথা সেই শৈশব কোথা সেই দিন
এসো সবে ব্লগে লিখে শোধী সেই ঋণ।
আমাদের শৈশব কেমন কেটেছে? কেউ বলবো দুরন্ত, ডানপিটে, কেউ বলবো অনাবিল আনন্দে, কেউবা বলবো ‘না আমার শৈশব কেটেছে একেবারেই নিরামিষ’। তবে আমার কথা আমি বলতে পারি, এই শ্রেণীগুলোর কোনটিতেই নিজেকে ফেলতে পারি না। আমার শৈশব পুরোটাই কেটেছে গ্রামে। গ্রামের সেই মাঠ ভরা ধানক্ষেতে আইলে, কখনওবা গরু নিয়ে রাখালের সাথে মাঠে, কখনওবা বৃষ্টি আর কাদার মাঝে বন্ধুদের সাথে ফুটবল খেলে বা হাতাহাতি করে। এছাড়া কখনও সকাল বেলা স্কুলে গিয়েই জাতীয় সঙ্গীত গেয়ে বাহবা পাওয়া, কখনও ক্লাসে দুষ্টুমির জন্য কপালে মাটির টুকরো নিয়ে সূর্যমুখী হয়ে তাকিয়ে থাকা। ওহ! দারুণ সেই দিনগুলো।
আবার কারো কারো শৈশব কেটেছে শহারে। তারা হয়তো শহরের ব্যস্ত গলিতে আর সংকীর্ণ খেলার মাঠে আর হোম টিউটরের বকুনী শুনে শৈশব কাটিয়েছে।
আমাদের সময়ের শৈশব বাশের কঞ্চিকে বাঁকিয়ে চাকা বানিয়ে দৌড়িয়ে, ডাংগুলি, মার্বেল, কর্দমাক্ত মাঠে খালি গায়ে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে, মাছ ধরে কাটালেও আজ যেন সে সবের বালাই নেই। এখনকার ছেলে-মেয়েরা স্কুলে সেরা হওয়ার প্রতিযোগিতা নামক দৌড়েই ক্লান্ত। কিন্তু আমরা হাডুডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলে সারা দিন দৌড়ালেও ক্লান্তি আসতো না। এমন শৈশব ফিরে পেতে কার না ইচ্ছে করে?
আমরা আজকের মিলন মেলায় শৈশবের নানা স্মৃতি নিয়ে আড্ডায় মেতে উঠবো। আজ আমরা বলবো-
১. শৈশবে দুরন্তপনায় নতুন উপাধি পাওয়া।
২. দুরন্ত পনার কারণে কোনো স্থান বা বস্তুর ব্যাপারে নিষেধাজ্ঞায় পরা।
৩. ভালো কাজের জন্য পুরস্কৃত বা মন্দ কাজের জন্য তিরস্কৃত হওয়া।
৪. সে কাল এবং একালের শৈশবের পার্থক্য।
৫. আজকের শিশুদের শৈশব আরো আনন্দঘন করার উপায়।
আসুন আমরা আজকের মিলন মেলায় শৈশবের নানা ঘটনা, দুর্ঘটনা, অভিজ্ঞতা, উপলব্দি, পরামর্শসহ প্রাণ খোলা আলোচনায় মেতে উঠি।
তো শুরু হোক শৈশবকে নিয়ে আলোচনা-
বিষয়: বিবিধ
৫১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন