ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০৭
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৭ জুন, ২০১৩, ০৭:০৬:৪২ সন্ধ্যা
ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০৬ এখানে
প্রশ্ন-৭১. কোনো কোনো সূরার শুরুতে যে পৃথক আরবী র্বণ রয়েছে সেগুলোকে কী বলে?
উত্তর : আল-হুরুফুল মুকাত্তা-আত্।
প্রশ্ন-৭২. পৃথক বর্ণ দ্বারা গঠিত আয়াত দ্বারা কতগুলো সূরা আরম্ভ হয়েছে?
উত্তর : ২৯ (ঊনত্রিশ) ।
প্রশ্ন-৭৩. পৃথক বর্ণ দ্বারা গঠিত আয়াতের ক্ষেত্রে কতগুলি বর্ণ ব্যবহৃত হয়েছে?
উত্তর : ১৪ (চৌদ্দটি)।
প্রশ্ন-৭৪. সেই বর্ণগুলোর তালিকা প্রদান করুন, যার দ্বারা সূরা সমূহ আরম্ভ হয়েছে এবং সূরার নাম্বার প্রদান করুন।
উত্তর : আলিফ লাম রা : সূরা নং ১০,১১,১২, ১৪ এবং ১৫।
আলিফ লাম মিম : সূরা নং ২, ৩, ২৯,৩০,৩১ এবং ৩২।
আলিফ লাম মিম রা : সূরা নং ১৩ ।
আলিফ লাম মিম সোয়াদ : সূরা নং ৭।
হা মিম : সূরা নং ৪০, ৪১,৪২,৪৩,৪৫ এবং ৪৬।
সোয়াদ : সূরা নং ৩৮।
ত্বা-স্বিন : সূরা নং ২৭।
ত্বা-হা : সূরা নং ২০
ক্বাফ : সূরা নং ৫০
কাফ হা ইয়া আ’ইন সোয়াদ : সূরা নং ১৯
নুন : সূরা নং ৬৮
ইয়া ছিন : সূরা নং ৩৬
ত্বা স্বিন মিম : সূরা নং ২৬, ২৮।
প্রশ্ন-৭৫. যে সকল সূরার আরম্ভে বিছিন্ন বর্ণনা রয়েছে, সেগুলোর তাৎপর্য কি?
উত্তর : প্রকৃত গুরুত্ব আল্লাহই জানেন। কিন্তু আলেমে দ্বীনগণ এর নানা ব্যাখ্যা প্রদান করেছেন। সর্বার্ধিক প্রচলিত মতবাদ হলো : এগুলো ব্যবহারের মাধ্যমে আল্লাহ শ্রোতাদের এই মর্মে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যে, ব্যবহৃত বর্ণমালা আল্লাহর একান্ত। যদিও এগুলো আরবী বর্ণমালা, এগুলোর একক সৌন্দর্য্য, ধরণ রয়েছে এবং এগুলো দ্বারা মানবজাতিকে পথপ্রদর্শন করা হয়েছে।
প্রশ্ন-৭৬. কোন সূরাগুলো মক্কী সূরা?
উত্তর : যে সূরাসমূহ মহানবী (সাঃ)-এর হিজরতের পূর্বে নাযিল করা হয়।
প্রশ্ন-৭৭. কোন্ সূরা মাদানী সূরা?
উত্তর : যে সকল সূরা মহানবী (সাঃ)-এর হিজরতের পর নাযিল হয়, এমনকি মাদানী সূরার কিছু আয়াত হিজরতের আগেই নাযিল হয়।
প্রশ্ন-৭৮. মক্কী সূরার মূল প্রতিপাদ্য কী?
উত্তর : আল্লাহ এবং তার একত্ব (তাওহীদ);
১. হাশর এবং হাশরের ময়দানে শেষ বিচার;
২. সৎ আমল।
প্রশ্ন-৭৯. মাদানী সূরাসমূহের মূল প্রতিপাদ্য কী?
উত্তর : ইসলামী আইন সম্পর্কিত রায়, ব্যাখ্যা।
১. আহলে কিতাব (ইহুদী ও খ্রিস্টান) দের উদ্দেশ্য করে বিভিন্ন বক্তব্য।
প্রশ্ন-৮০. মাক্কী সূরার মোট সংখ্যা কত?
উত্তর : ৮৫ (পঁচাশি)।
প্রশ্ন-৮১. মাদানী সূরার মোট সংখ্যা কত?
উত্তর : ২৯ (ঊনত্রিশ)।
প্রশ্ন-৮২. মক্কী সূরায় মোট কতটি জুয’ (অংশ) রয়েছে?
উত্তর : ১১ (এগারো)।
প্রশ্ন-৮৩. মাদানী সূরায় মোট কতটি জুয’ (অংশ) রয়েছে?
উত্তর : ১৯ (উনিশ)। যদিও মাদানী সূরাসমূহ সংখ্যায় কম। এই জাতীয় সূরাসমূহ দীর্ঘ।
প্রশ্ন-৮৪. মক্কী সূরার সাপেক্ষে মাদানী সূরার দৈর্ঘ্য কেমন ?
উত্তর : মক্কীসূরাসমূহ সাধারণতঃ মাদানী সূরা অপেক্ষা স্বল্প দৈর্ঘ্যের।
প্রশ্ন-৮৫. প্রথম কোন্ পাঁচটি সূরা নাযিল হয়েছিল?
উত্তর : সূরা নং ৯৬, ৬৮, ৭৩, ৭৪ এবং ১১১।
পর্ব -৮ এখানে পড়ুন
বিষয়: বিবিধ
২২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন