ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০২

লিখেছেন লিখেছেন আবু আশফাক ০১ জুন, ২০১৩, ০৯:১১:৩৫ সকাল

ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০১



প্রশ্ন-১১. ‘ওয়াহী’ শব্দের অর্থ কী?

উত্তর : আল্লাহর নিকট হতে প্রত্যাদিষ্ট।

প্রশ্ন-১২. প্রথম আয়াত নাযিল হবার অব্যবহিত পরেই কি পরবর্তী আয়াত নাযিল করা হয়?

উত্তর : না, নির্দিষ্ট সময় পর্যন্ত ওহী নাযিল বন্ধ থাকে।

প্রশ্ন-১৩. দ্বিতীয়বার কোন্ সূরা নাযিল করা হয়?

উত্তর : আল-কুরআনের ৭৪ নং সূরা আল-মুদ্দাস্সির এর প্রথম আয়াত গুলো,“হে চাদরাবৃত। উঠুন, সতর্ক করুন। আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন। ”

প্রশ্ন-১৪. প্রথমে নাযিলকৃত কিছু সূরা কোনগুলো?

উত্তর : ৭৩নং সূরা (আল-মুজ্জাম্মিল), ১নং সূরা (আল-ফাতিহা), ৮১নং সূরা (আল-তাকবীর), ৮৭নং সূরা (আল-আ’লা), ৯২নং সূরা (আল-লাইল) এবং ৮৯ নং সূরা (আল-ফজর)।

প্রশ্ন-১৫. কত বছর ধরে সূরা নাযিল হতে থাকে?

উত্তর : নবী মুহাম্মদ (সাঃ)- এর মৃত্যু অবধি অর্থাৎ ১০ হিজরী বর্ষসাল অবধি প্রায় ২৩ বছর।

প্রশ্ন-১৬. সর্বশেষ কোন্ সূরা নাযিল হয়?

উত্তর : ৫ নং সূরার ৪ নং আয়াত। “আজ তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, আমার অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে পছন্দ করলাম।”

প্রশ্ন-১৭. আল-কুরআন কেন ধাপে ধাপে নাযিল করা হয়?

উত্তর : যখন প্রয়োজন অনূভূত হোত তখন মহানবী (সাঃ) এর উপর আয়াত নাযিল হওয়ার মাধ্যমে তার মানসিক শক্তি বৃদ্ধি করা হোত।

১. আল্লাহর আইন ধীরে ধীরে বাস্তবায়ন করার জন্য।

২. যেহেতু ওহী নাযিলের বিষয়টি একটি নিদারুন কষ্টকর ব্যাপার ছিল, তাই মহানবী (সাঃ) যেন সহজভাবে নাযিলকৃত ওহীর কষ্ট বহন করতে পারেন, সেজন্য ধীরে ধীরে ওহী নাযিল করা হয়।

৩. বিশ্বাসীরা যেন সহজভাবে কোরআনের আয়াতের মর্ম সহজভাবে অনুধাবন করতে পারেন, প্রয়োগ করতে পারেন এবং স্মরণ রাখতে পারেন।

প্রশ্ন-১৮. প্রথম কে নায়িলকৃত ওহী মুখস্থ রাখেন?

উত্তর : মহানবী (সাঃ) নিজে।

প্রশ্ন-১৯. উল্লেখযোগ্য সাহাবীদের নাম বলুন, যারা কুরআন মুখস্থ করেন?

উত্তর : আবু বকর (রাঃ), উমার (রাঃ), আলী ইবনে মাসুদ (রাঃ), আবু হুরায়রা (রাঃ), আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) এবং আব্দুল্লাহ ইবনে ’আমর ইবনে আ’লাস (রাঃ)। মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন : ’আইশা (রাঃ), হাফসা (রাঃ) এবং উম্মে সালমা (রাঃ)।

প্রশ্ন-২০. মহানবী (সাঃ) -এর ইনতিকালের পূর্বে কোন্ কোন্ সাহাবী সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন?

উত্তর : উবাই ইবনে কা’ব (রাঃ), মু’আয়য ইবনে জাবার (রাঃ) এবং যায়িদ ইবনে তাবিত (রাঃ) ।

ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০৩ পড়তে এখানে আসুন

বিষয়: বিবিধ

৩১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File