ভাষার দাবি
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৮:১৬ বিকাল
এক যে ছিল হাঁদা-দাদা
এক্কেবারে বুদ্ধু
হাঁদা-দাদা ঘোষণা দিলেন
রাষ্ট্রভাষা উর্দু!
মায়ের ক্ষ্যাপা ছেলেরা সব
গর্জে উঠে-মানিনা
রাষ্ট্রভাষা বাংলা চাই
উর্দু আমরা জানিনা।
হাঁদা-দাদা ক্ষুব্ধ হয়ে
খুন ধরলো তখতে
ভাষার দাবি পূর্ণ হলো
ভাইয়ের বুকের রক্তে।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন