বাকশালের নব যাত্রা : খালেদা বুঝবেন কি?
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২০ মে, ২০১৩, ০১:২৮:০০ দুপুর
বাকশালীদের বাকশাল চর্চা
নতুন নহে ভায়া
যা কিছুই আজ করুক তারা
আমাদের যাবে সয়া।
নব্য যুগের বাকশালীদের
কাজ শুরু হয় কাল
আস্তে আস্তে দেখছে জনতা
আওয়ামী মরিচের ঝাল।
বুদ্ধিজীবী বলে যাদের
দিলেন পরিচয়
হালুয়া রুটির লোভী ওরা
বুদ্ধিজীবী নয়।
ভাইবোন মিলে ৭সালে যে
বাকশাল করলো শুরু
বামেরা আজ সেই বাকশালের
নব আধ্যাত্মিক গুরু।
শ্রমিক স্বার্থের প্রতিভু যারা
বাম রাজনীতির নেতা
অতীত ধরে রাখতে তারা
মাঝে মাঝে বলে কথা।
কিন্তু তারা নিজেরা জানে
হৃদয় মুখ এক নয়
আওয়ামী নৌকার হাল ধরিয়া
দেশটি করবো জয়।
ভোটের বাজারে চাহিদা নেইকো
এসব রাম বাম যারা
নৌকায় উঠে সেই নেতারাই
করছে নিয়ম খাড়া।
গণতন্ত্রের মানসকন্যার
গণতন্ত্রের রুপ দেখো
বিরোধী দলের নেত্রী ওগো
এসব দেখে শেখো।
ক্ষমতায় থাকতে মিডিয়ার কদর
বুঝতে নাহি চাও
মিডিয়া যুদ্ধে হেরে গিয়ে তুমি
কেন ঘর কোণে রও?
ভিন্ন মত দলনে তুমি
হাসিনার কাছে শিশু
যদিও তারে বলে অনেকে
হায়েনা নাকি পশু?
উৎসর্গ : খালেদা জিয়া
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন