বিদ্রোহী ছেলে'র বাংলালিংক দরে গুলি & রিমান্ডের নির্ঘণ্ট- রিমান্ড

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৮ মে, ২০১৩, ০৪:২৩:২২ বিকাল

রিমান্ড


পরি বিবি বলে মজনু

গালি দিলি কার কমান্ডে?

আমার বাবা বাল'র পুলিশ

দিব তোরে রিমান্ডে।

হাচি দিলে ৩দিনের আর

গালি দিলে ১০ দিনের

থাপ্পড় দেওয়ার চিন্তা বাতিল

থাকলে ভীতি সম্মানের।


শ্লোগান দিলে ধরবে তোমায়

ফেবুতে কমেন্ট কইরো না

ব্লগে লিখে তুমি কিন্তু

দ্বিতীয় ভুল কইরো না।

মগের মুল্লুক শুনছো শুধু

সুযোগ হয়নি দেখিবার

আসল মগের মুল্লুক দেখতে

বলছি চক্ষু মেলিবার।


বাল-এর তলে থাকলে তুমি

যা-ই করো পাইবে মাফ

তা না হলো যতই যা কও

গুলি করে করবে ছাফ।

আমার দলের হইলে তুমি

বিচার পরে আগে জান

অন্য কোথায় থাকলে তুমি

আগে রিমান্ড পরে প্রাণ।


বিরোধীতা করলে তোমায়

ধরবো আগে মামলা নাই

ধরার পরে সিরিজ মামলা

এখন আমরা দিয়ে যাই।

শাহবাগে থাকলে তুমি

পাবে প্যাকেট বিরিয়ানি

শাপলায় গিয়ে কেন গুলি

খেয়ে করবে পানি পানি?


কৃতজ্ঞতা : বিদ্রোহী ছেলে

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File