সিবিএফ-এ আমন্ত্রণ-২ : নেহায়েৎ এর পোস্টে উদ্বুদ্ধ হয়ে-

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৮ মে, ২০১৩, ১১:৪০:৩২ সকাল

সিবিএফ-এ আমন্ত্রণ-২


আসুন সবাই স্ব-উদ্যোগে

সিবিএফ-এর মাঝে

শালীনতায় ভরা ব্লগার

হলে আপনি নিজে।

একই মতের বন্ধুরা সব

মিলেছে এক মাঠে

তুমিও এসে নাম লিখিও

সিবিএফ-এর চাটে।


সত্য ন্যায়ের পথের পথিক

যদি তুমি হও

সিবিএফ-এর পক্ষ থেকে

ও ভাই সালাম লও।

এসো সবাই গড়ে তুলি

এমন একটি দেশ

থাকবে না আর হানাহানি

শত্রুতার আবেশ।

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File