মিলন মেলা শিরোনামে পোস্ট দেওয়া প্রসঙ্গে মিলন মেলা সমাচার (৪)-এর নির্ঘণ্টের নির্ঘণ্ট : সকল ব্লগারের তরে-
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৬ মে, ২০১৩, ০৭:১৫:৫৫ সন্ধ্যা
মিলন মেলার মিলন ঘটে
নতুন নতুন পোস্ট দিলে
পোস্ট দিবেন ভাই কেমন করে
আগাম তারিখ না নিলে?
১৮ ২৫ ১ তারিখে
কেউ দেয়নি দাওয়াত ভাই
মনোরমা ছোট্ট পোস্টেও
কারোরই আপত্তি নাই।
'নজরুল ইসলাম টিপু' ভাইয়ের
পোস্ট পেতে চাই মনপ্রাণ
'মাহবুবা সুলতানা লায়লা'
'এম এম ওবায়দুর রহমান'।
‘বাকপ্রবাসে’র বাক্যবানে
‘পাগলা ব্যাটা’ কই গেল
‘বিদ্রোহী রণক্লান্ত’ হয়ে
কই রইলো যে ‘আল হেলাল’।
ড: সাহেব 'মনজুর আশরাফ'
‘সাদিয়া মুকিম’, ‘চোরাবালি’
‘উদাস পথিক’ ‘মেজর জলিল’
দাওয়াত দিতে রয় খালি।
‘সত্য সবার উপর’, ‘সোহাগ’
‘মহিউডীন’ ‘রক্তলাল’
‘মুক্তিযোদ্ধা সন্তান’, ‘রাইয়ান’
‘আসমা সিথী’র নেইকো চাল।
ফারিহার বাবা 'আবু ফারিহা'
'আবরার', 'সাদা', 'সেলিম শেখ'
দিন না দাওয়াত না থাক তবুও
চা নাস্তা আর গরম কেক।
'জিনাত', 'মিজান', 'ইবনে হাসেম'
'পান্থ নজরুল', 'জেড ইসলাম'
'কবিতা’র কবিতা পাইনা
দাওয়াত মোরা না-ই পেলাম।
'প্রবাসী আব্দুল্লাহ শাহীন'
'নেহায়েৎ' কেন 'অনুক্ত'?
'মহাশয়', 'মোঃ ওহিদুল ইসলাম'
কোথায় মোদের 'মঞ্চ মুক্ত' (মুক্তমঞ্চ)?
'নো কমেন্ট' আর 'মৃদুভাষী'
'বিদ্রোহী' কি 'বিন রফিক'?
'মুক্ত চিন্তা’র 'ভিক্টোরিয়া'
চাই যে তারা দাওয়াত দিক।
‘গল্পকবিতা’ ‘প্রজন্ম নতুন’
‘তানিন’ ‘সিদ্দিকী’ ‘আখন্দ’
'ইকবাল' আর 'তরিকুল হাসান'
'আহমদ', 'মাই নেম ইজ খান'।
'নির্ভীক সৈনিক ওমর', 'রাজু'
'ইউসুফ', 'ইহসান আব্দুল্লাহ'
'প্যারিস থেকে আমি', 'জাকির'
সব মোরা কি নই মাল্লা?
'আবু নাইম', 'রায়হান', 'মামুন'
আহমেদসহ দু্ই জনে
'রোকন উদ্দিন', 'অজানা পথিক'
'মানিক', 'কাহান' নেই মনে।
'আনিস, 'মাহফুজুর রহমান' যিনি
ড. নামে পরিচিত
মিলন মেলার আয়োজনে
থাকবেন তিনি তার মতো।
'মাহমুদুল হাসান', 'আনোয়ারুল আম্বিয়া'
'আবদুস সামাদ', 'শরফুদ্দিন'
'আবু আশফাক' আমি ভাইজান
চাই, সবাই মন্তব্য দিন।
বিষয়: বিবিধ
১৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন