শাপলা চত্তরের শহীদদের তরে-

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৬ মে, ২০১৩, ০১:২০:২৯ দুপুর

হবেই যে হবে দেখা

ফুল বিছানা কমল তলে

তোমার মতো আমার কখনও

ঈমানসহ মৃত্যু হলে।



শহীদ মাওলানা মাহমূদুল হাসান কাসেমীঁ. ঠিকানা নাঙ্গলকোট কুমিল্লা তিনি নারায়নগন্জের চাষাড়ায় একটি কওমী মাদ্রাসায় পড়াতেন. গত 6 ই মে গভীর রাতে শাপলা চত্নরে আওয়ামী হায়েনা সরকারের চালানো গণহত্যায় সময় তিনি মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ। ................। আমি একটি আশ্চর্য বিষয় খেয়াল করি আমি দেখতে পাই তখনো তার জখমের স্থান থেকে তাজা রক্ত ঝরছিলো অথচ তিনি প্রায় ১৫ ঘন্টা পূর্বে শাহাদত বরণ করেছেন আর তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন তিনি প্রশান্তির ঘুম ঘুমাচ্ছেন।


বাগ বাগিচায় ঘূরে তুমি

সুবাস নিবে হৃদয় ভরে

তোমার সাথে থাকবো আমি

খোদায়ী ক্ষমার দামান ধরে।

আগে গেছ তুমি হেথায়

বুলবুলিদের গান শোনাতে

মধুর সুরে আওয়াজ তুলে

কুরআন পড়ে সাধ মেটাতে।


হায়েনাদের অস্ত্রে তুমি

রেঙ্গেছো নও বধুর মতো

রক্ত যতো ঝরিয়ে গেছো

মাকাম তোমার উচ্চ ততো।

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File