আসুন আল কুরআনের অর্থ শিখি : পর্ব-৪
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৬ জানুয়ারি, ২০১৩, ০৫:০০:০৭ বিকাল
সূরা মাঊন, অর্থ : সাধারণ ব্যবহারের জিনিস, ১০৭
يَدُعُّ - ধমক দিয়ে তাড়িয়ে দেয়, ধাক্কা দেয়
سَاهُوْنَ - অবহলো কর, যে উদাসীন ভাব প্রর্দশন করে
مَاعُوْنَ - সাধারণ প্রয়োজনের জিনিস, ছোট খাট সাহায্য দান
সূরা কাওসার, অর্থ : কাউসার, ইহকাল ও পরকালের অগণিত কল্যাণ, সূরা-১০৮
الْكَوْثَرْ - ইহকাল ও পরকালরে অগণতি কল্যাণ, হাশরের দিনের কাওসার বা জান্নাতরে প্রস্রবণ, স্রোতস্বিনী
انْحَرْ - কোরবানী কর, জবাই কর, গলার নিচের অংশে আঘাত করে রক্ত প্রবাহিত কর (নাহর সাধারণত: উটকে করা হয়)
شَانِئَكَ - তোমার শত্রু, যে তোমার প্রতি বদ্বিষে পোষণ করে
أَبْتَرْ - শিকড়- কাটা, নির্বংশ
সূরা কাফিরুন, অর্থ : কাফিররা, সূরা-১০৯
لَا أَعْبُدُ - আমি ইবাদত করি না
مَا تَعْبُدُوْنَ - যার তোমরা ইবাদত কর
مَا أَعْبُدُ - যার আমি ইবাদত করি
مَا عَبَدتُّمْ - যার তোমরা ইবাদত করে থাক
عَابِدٌ - ইবাদতকারী
সূরা নাসর, অর্থ : সাহায্য, সূরা-১১০
أَفْوَاجًا - দলে দলে
اِسْتَغْفِرْ - ক্ষমার্প্রাথী হও, মাফ চাও
বিষয়: বিবিধ
১৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন