বিএনপি'র ক্ষমতায় যাওয়া এবং জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৬ মে, ২০১৩, ১২:৪১:৫৭ দুপুর
হায় মানবতা!! গত রাতের ঘটনার বিএনপি'র ক্ষমতায় যাওয়ার এবং জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই। সরকার এমন সাড়াশি অভিযান চালাবে সেই ধারণা নেতৃবৃন্দের থাকা উচিত ছিল।
মাত্র ৩ ঘন্টা মাঠ দখলে রাখতে পারলে যেখানে বিজয় সুনিশ্চিত ছিল সেখানে একি করলো বিএনপি-জামায়াত? নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর পুলিশ গুলি চালাবে আর তারা বিনা অস্ত্রে ক্ষমতায় যাওয়ার, রাজনীতি করার স্বপ্ন দেখবে তা কি হয়?
বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গনহত্যা
গত রাতে 'র' এর পরামর্শ ও তত্ত্বাবধানে স্বৈরাচার সরকারের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে ৭১ সালের ২৫শে মার্চের চেয়েও নৃশংসতম গনহত্যা চালায় বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি।
এখন পর্যন্ত হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী কাল রাতের
গনহত্যায় নিহতের সংখ্যা ৪৩১। একুশে টিভির ক্যামেরাম্যানের ভাষ্যমতে, তার চোখের সামনে থেকে লাশ বহনকারী ৫ টি ট্রাক নিয়ে যায়
পুলিশ......ছবি তুলতে গেলে পুলিশ তার ক্যামেরা ভেঙে ফেলে ও তাকে মারধর করে।
বিএনপি'র ক্ষমতায় যাওয়া এবং জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই
একটি অসংগঠিত, অরাজনৈতিক, আধুনিক কালের রাজনীতি নামের অস্ত্রবাজীর সাথে সম্পূর্ণ অপরিচিত হেফাজতে ইসলাম নামের কোটি জনতার সংগঠন যেভাবে ঘোষণা দিয়ে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা চত্তর দখল করেছিল তাতে সাধারণ জনগণকে মিশরের তাহরীর স্কোয়ারের কথাই মনে করিয়ে দিয়েছিল। কিন্তু দেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং সবচেয়ে সুশৃঙ্খল দল জামায়াত-শিবিরের ব্যর্থতায় কোটি জনতার এ অর্জন বিলীন হয়ে গেল।
হেফাজত যেখানে স্বতস্ফুর্ত জনতার আন্দোলনকে জমিয়ে তুলেছিল সেখানে তা ধরে রাখার দায়িত্ব ছিল বিরোধী দলের। যা ধরে রাখতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তাদের যে ধরণের প্রস্তুতি নেওয়ার কথা ছিল তা তারা নেয় নি।
সূতরাং সাধারণ জনতার মূল্যায়ন হচ্ছে- এই ব্যর্থতার জন্য বিএনপি'র ক্ষমতায় যাওয়া এবং জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই।
একমত হলে মন্তব্য করুন।
বিষয়: বিবিধ
১৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন