আমরা চলছি পেছনে !!!
লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ২৩ মার্চ, ২০১৩, ০৮:১০:২৬ সকাল
বিশ্ব যেখানে
সামনে চলছে
আমরা চলছি পেছনে !
-
এক জাতি এক দেশ
স্লোগান দৃঢ়
আগামী স্বপ্নে
বিশ্বে চলছে রেনেসাঁ।
-
ক্ষমতার রাজনীতি
ব্যক্তি সার্থে
জাতি বিভক্ত
আমরা চলছি উল্টো পা !
-
মানবাধিকার
সব মানুষের
আগামীর তরে
আজ বিশ্ব অংগীকার।
-
অসভ্য রাজনীতি
ক্ষমতা দ্বন্দ্বে
কুকুর বেড়াল মানুষে
আমরা মিলেমিশে একাকার !
-
ধর্ম বর্ন গোত্র
ভেদাভেদ ভুলে
হানাহানি ক্লেশ পেছনে ফেলে
আগামী বুনছে বিশ্ব।
-
উম্মাদ রাজনীতি
লাশের মিছিলে
গনহত্যা, রক্তে
আমরা সেখানে নিঃস্ব !
-
বিশ্ব যেখানে
ঐক্যের সুরে
সুন্দর আগামী পানে।
আমরা সেখানে
বিভক্ত জাতি
আগামী অন্ধকারে !
-
বিশ্ব যেখানে
সামনে চলছে
আমরা চলছি পেছনে !
বিষয়: রাজনীতি
১৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন