সাহাবাগী মুক্তিযোদ্ধা !
লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩২:৩৩ রাত
মুক্তিযোদ্ধার সনদ পেতে চান সাহাবাগ তাড়াতাড়ি যান !
বলাতো যায়না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর পর মুক্তিযোদ্ধের সংজ্ঞা পাল্টে গেলে আপনিও সাহাবাগী মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারেন ! বর্তমানে যে ভাবে মুক্তিযোদ্ধের সংজ্ঞা বদল হয়ে আওয়ামীলীগ করলেই আপনি মুক্তিযোদ্ধা আর না করলে রাজাকার | বলাতো যায়না যদি এমন কিছু ঘটে যায় আর আপনি যাননি তখন তো রাজাকার হয়ে ফাসিতে ঝুলতে হতে পারে | তাই তাড়াতাড়ি ঘটি বাটি যার যা কিছু আছে তা নিয়ে সাহাবাগে দৌড়ান ! এ এক মহা মঞ্চ এর মহিমা আর কি বলবো ! দানব পুলিশও এদের খাতির যত্ন করে তাই কোনো ভয় নাই ! আর ওখানে গিয়ে আপনাকে বেশি কিছু করতে হবেনা কেবল বিবেকের মাথাখেয়ে বলতে হবে বিচার মানি কিন্তু তাল গাছটা আমার ! আর ওখানে আরও কিন্তু মজা আছে সম্পূর্ণ ফ্রি নর্তকী নৃত্য, নারী পুরুষের অবাধ আলিঙ্গন এবং কাঁককণ্ঠী থুক্কু কুকিলকন্ঠি গান বাজনাতো আছেই ! মিছিল টিচিল দেয়ার শখ থাকলে কোনো অসুবিধা নাই কারণ আপনার বাবার হোটেলে খেয়ে দিতে হবে না আছে সম্পূর্ণ ফ্রি খাবার ! কিন্তু একটা সমস্যা প্রকৃতির ডাক আপনাকে অলিগলিতেই সারতে হবে ! রাতে কিন্তু থাকলে বিশাল রাস্তা কে বিছানা মনে করে ঘুমাতে পারেন ( নিজেকে ভিক্ষুক ভিক্ষুক লাগতে পারে ) আর ভাগ্য ভালো হলে বিপরীত লিঙ্গের সংগীও পেয়ে যেতে পারেন | কিছু পেতে হলে তো একটু কষ্ট তো করতে হবেই ! গাজা টাজা টানার কিংবা ডাইলের অভ্যাস থাকলে অসুবিধা নেই ওখানে এ সবের বড় বড় খুল্লাম্খুলা আসর বসে | একটু বেশি নাচানাচি কিংবা গলা ফাটাফাটি করতে পারলে আপনাকে নেতা বানিয়ে দিতে পারে এবং টিভিতে সাক্ষাত্কার নিবে নিশ্চিত !
আর সবচেয়ে বড় কথা আপনি সাহাবাগী মুক্তিযোদ্ধার সনদ তো পাবেন !
আর বেশি বলছি না পরে আবার আমাকে জামায়াত শিবির ভেবে রাজাকার বানিয়ে দিবে তাই বাকিটুকু একটু কষ্ঠ করে নিজে গিয়েই দেখে আসুন এবং আসার সময় খেয়াল করে সাহাবাগী মুক্তিযোদ্ধা সনদ নিয়ে আসবেন !
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন