রমাদান মুবারক - রমাদান কারীম .......
লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ১০ জুলাই, ২০১৩, ০৯:০০:১৬ সকাল
আত্নশুদ্ধির ও তাকওয়া অর্জনের এই অপার সুযোগ দয়াময় মালিক মহান আল্লাহ্ দয়াকরে আবারও একবার আমাদের দিয়েছেন।
-
গত পবিত্র রমাদানে অনেকেই এই ধরায় আমাদের সাথে ছিলো যারা আজ আমাদের মাঝে নেই।
আবার আগামী পবিত্র মাহে রমাদানে অনেকেই থাকবে না।
হতে পারে সেটা আমি কিংবা আপনিও।
তাই আসুন অতীতের যা কিছু ভুল ত্রুটি গ্লানি সবার একে অপরের প্রতি - পবিত্র রমাদানের মহিমায় আপন গুনে ক্ষমা করি এবং মহান আল্লাহ্ র কাছে ক্ষমা প্রার্থনা করে পবিত্র এই রমাদানে আগামী সুন্দর কামনা করি।
-
নিজেকে সংশোধনের এ এক অপূর্ব অপার সুযোগ দয়াময় আল্লাহ্ র পক্ষ থেকে।
তাই আসুন আমরা নিজেদের জীবন কে সংশোধন করে আল্লাহ্ র পথে পরকালের জীবনকে সমৃদ্ধ ও আলোকিত করি।
মহান আল্লাহ্ রাববুল আলামীন আমাদের সবাইকে এই পবিত্র রমাদান আল্লাহ্ র নৈকট্য লাভের এবং নাজাতের উসিলা বানিয়ে দিন।
মহান আল্লাহ্ রাহমানুর রাহীম এই বরকতপূর্ণ মাহে রমাদানে আমাদের সবাইকে রহমত মাগফিরাত নাজাত হাসিলের তাওফীক দিন।
আল্লাহ্ গাফুরুর রাহীম আমাদের সবাইকে পবিত্র রমাদানের ফজিলত বরকত দিয়ে সয়লাব করে দিন।
"রহমত বরকত মাগফিরাতের
এই মাহে রমাদান
সব গুনাহের করবেন মাফি
আল্লাহ্ তালা দয়াবান।"
সবাই সবার জন্য আল্লাহ্ র কাছে কায়মনোবাক্যে দোয়া করবেন।
আমার জন্য মহান আল্লাহ্ র দরবারে একটু বেশী দোয়া করবেন।
আত্নশুদ্ধির এই মাস যেন জীবন পরিবর্তনের মাস হয়, আল্লাহ্ র সন্তুষ্টি অর্জনের মাস হয়, আখেরাতের পাথেয় অর্জনের মাস হয় এই কামনাই করি।
রমাদান মুবারাক .........
রমাদান কারীম ........
বিষয়: বিবিধ
২৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন