গভীর রাতে আশুলিয়ায় মানামি গার্মেন্টসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সারভিসের ৭টি ইউনিট
লিখেছেন লিখেছেন তারেক হাসান শেখ ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩৭:২১ সকাল
এই কথা এর আগেও বহুবার বলেছি আজ আবারও বলছি, ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর এক বিশেষ ইউনিট দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত গার্মেন্টস শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে কৌটি কৌটি টাকা খরচ করছে। এক ঘটনার ঘা শুকাতে না শুকাতে তারা অন্য আরেকটিকে টার্গেট করছে। এদিকে একের পর এক এসব দুর্ঘটনায় দেশের লাখ লাখ অসহায় শ্রমিক বেকার হয়ে পড়ছে, মালিকপক্ষরা ব্যাংক ঋণ ও ক্ষয়ক্ষতির দরুন প্রায় পথে বসে যাচ্ছে আর দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ রেমিটেন্স । অপরদিকে এবিষয়ে সরকারের বারবার শীতল নির্লপ্ততা তাদের দেশ বিরোধী ষড়যন্ত্রে উৎসাহের যোগান দিয়ে যাচ্ছে ।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন