বলবো তো কি বলবো-০১

লিখেছেন লিখেছেন তারেক হাসান শেখ ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৮:০৬ সন্ধ্যা



নির্বাচনের ১ বছর বাঁকি থাকতেই রাষ্ট্রীয় খরচে কট্টর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। মেয়াদকাল শেষ হওয়ার ১ দিন আগেও বিশ্বের কোথাও এহেন প্রচারণা কল্পনা করা যায় না। উন্নত বিশ্বের কথা বাদ-ই দিলাম, সামান্য ভারত, পাকিস্থান বা শ্রীলংকা হলেও সরকারের বিরুদ্ধে মামলা হতো, শেষমেশ সরকার লজ্জায় পদত্যাগ করতো। কিন্তু এসব প্রকাশ্য অনিয়মে আমাদের তেমন কি বা যায় আসে কারণ যে দেশে বিশ্বজিতের খুনিরা রাতারাতি জামাত-শিবির বনে যায় আবার তার হত্যার মেডিকাল রিপোর্টও উল্টো হয়ে যায়, প্রেসিডেন্ট ক্ষমা করেন চিহ্নিত দলীয় খুনিদের, ৫ কৌটি টাকার লেনদেন করে রাতের আধারে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী একদিকে যেমন জেল থেকে মুক্তি পায়, অন্যদিকে ২৩ জন সম্ভ্রান্ত পর্দানশিন মহিলাকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার অভিযোগে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় এবং তন্মদ্ধে একজন গর্ভবতী মহিলাকেও বিজ্ঞ আদালত জামিন দেওয়ার প্রয়োজনবোধও করেন না, যে দেশে লাখ লাখ অসহায় মানুষের শেয়ার বাজারে লগ্নিকৃত ৭০ হাজার কৌটি টাকা কৌশলে লুটপাট করা হয়, ডেসটিনি-হলমার্কের নামে হাজার হাজার কৌটি টাকার প্রতারণা চালানো হয় এবং সরকার পরিচালনার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারী-বেসরকারি ব্যাংকগুলোকে পথে বসানো হয়, যে দেশে প্রধান বিরোধীদলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে ৩৪টি হাস্যকর মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়, একটি বৈধ ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে দীর্ঘ ৪ বছর ধরে আইন শৃঙ্খলা ও দলীয় বাহিনী লেলিয়ে দিয়ে মামলা-হামলা-গ্রেফতার এমনকি ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যালয়ে তালা ঝুলানো বা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, যে দেশে স্কুল-কলেজ বা ইউনিভার্সিটির মহিলা হোস্টেলে সরকার দলীয় শিক্ষক বা ক্যাডাররা ধর্ষণের মহাউৎসব চালায়, আবার বাকস্বাধীনতার প্রতি প্রতিজ্ঞাবদ্ধতার কথা বলে দেশের জনপ্রিয় সম্পাদক কে জেল জরিমানা দেওয়া হয় এবং তাতেও কণ্ঠরোধ করতে না পেরে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়, যে দেশে স্বামী/সন্তান ঘরের বাহিরে বের হলে স্ত্রী/মায়ের চোখে রাতে ফিরে না আসার করুন অনিশ্চয়তা ফুটে ওঠে—-সে দেশে আমরা সাধারণ মানুষ বলবো তো কি বলবো আর করবো তো কিবা করবো। বিন্দু বিন্দু জ্বলে যেমন সিন্ধু হয় ঠিক তেমনি বিন্দু বিন্দু অন্যায়, অত্যাচার, নিপীড়ন, চুরিচামারি, দুর্নীতি, প্রকাশ্য রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস, খুনখারাবি ও রাহাজানি, ইতিহাস বিকৃতি, তথ্য সন্ত্রাস, ভঙ্গুর অর্থনীতি ও সর্বসমাজ ব্যবস্থা, বিদেশী অধিপত্তবাদ এবং রাষ্ট্রীয় সকল প্রশাসনিক কর্মকাণ্ড বা সিদ্ধান্তে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সরাসরি হস্তক্ষেপ--- সহ্য করতে করতে এগুলোকে আমারা এক মহাসাগরে রূপান্তরিত করেছি। নিজেদেরই সহ্য ক্ষমতার কাচামাল দিয়ে তৈরি করা সেই মহাসাগরে আজ ফুঁসে উঠেছে ভয়াবহ এক সুনামি যার নাম গৃহযুদ্ধ। আর আমরা সাধারণ মানুষ সেই সুনামির মরনাঘাতের অপেক্ষায় অপেক্ষারত। কিন্তু এবার শুধু অপেক্ষার পালা কি সব হারিয়ে মৃত্যুকে আলিঙ্গন করার নাকি ৭১-এর পূর্বের সেই পরাধীনতায় শিকলাবদ্ধ হবার ?

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File