দ্বৈত নীতির ভন্ডামী
লিখেছেন লিখেছেন মাতৃভূমি ০৮ মার্চ, ২০১৩, ০২:৪৪:৪২ দুপুর
যে দেশে জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে ২৩ জন সম্ভ্রান্ত পর্দাসিন মহিলাকে গ্রেফতার করে রিমান্ডের নামে চালানো হয় নারকীয় নির্যাতন ; অন্তঃসত্ত্বা মহিলাকে যে দেশে দেওয়া হয়না সামান্য জামিন ; প্রতিবাদী মহিলাকে যেখানে গুলি করে মৃত কুকুরের মতো টানাহেঁচড়া করা হয় ; ডাক্তার, সমাজকর্মী, এমনকি মহিলা পুলিশ যে দেশে প্রতিনিয়ত হয় ধর্ষিত, নাহয় খুন ; প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী পর্যন্ত যেখানে চলে নারী শিশুদের উপর কাম চর্চা ও অমানবিক নির্যাতন ; কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু টিকে থাকার তাগিদে যে দেশে নারীদের দিতে হয় উপঢৌকন হিসেবে তাদের শরীর ; নানান নারী কেন্দ্রিক প্রতিযোগিতার নামে যে দেশের মিডিয়াতে চলে কাস্টিং কাউচের মহাউৎসব ; বিকৃত কাম রুচি চরিতার্থে যেখানে নারীদের শেখানো হয় যৌন আধুনিকতা ; যে দেশে ধর্ষণের সেঞ্চুরি করে পালন করা হয় প্রকাশ্যে উৎসব ; আবার সেইসব নির্যাতিত, নিষ্পেষিত ও ভুক্তভুগি নারীদের-কেই যে দেশে উল্টো করা হয় সমাজ বিচ্যুত ; সেই দেশে নারী দিবস পালনের প্রতিযোগিতাকে আমি ধিৎকার জানাই, আমার দৃষ্টিতে এইসব দ্বৈত নীতির ভন্ডামী বৃথা আস্ফালন ছাড়া আর অন্য কিছু নয় ।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন