আমি অট্টহাসি হাসতেছি ; আপনারাও একটু হাসুন

লিখেছেন লিখেছেন মাতৃভূমি ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৯:৪৯ দুপুর

নাস্তিকবাদ ও ইসলাম বিরোধীতার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যারা এইটা বুঝেন না তারা অযথা ইসলাম ও আল্লাহ-রসুলের বিরোধীতাকারীদের নাস্তিক বলে থাকেন । যাইহোক, এই বিষয়ে অন্য এক সময় লিখব । আজ বরং অন্য আরেকটি মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরি । নেট এর যেসব বাংলাদেশী (যথেষ্ট বিতর্কিত, প্রশ্নাতীত না এবং তদন্তযোগ্য) ইসলাম বিরোধীরা শাহাবাগে নাম লিখিয়েছিলেন তারা একসময় বুক ফুলিয়ে ইসলাম ও আল্লাহ-রসুলকে গালি দিতেন। বাংলা অভিধানে এমন কোন নোংরা গালি নেই যা তারা অকপটে ব্যবহার করতেন না । কবিতা বানিয়ে আবৃতি করে করেও গালি দিতেন । কোরআন এর বিশেষ বিশেষ আয়াত গুলো তুলে ধরে তার অসাড়তা প্রমান নয় বরং গালাগালিতেই ব্যস্ত থাকতেন। তাদের প্রতিটি পোস্ট বিভিন্ন ব্লগে প্রকাশিত হওয়ার সাথে সাথে তাদের কিছু চ্যালা চামুণ্ডারা বাহ বাহ - বাহ বাহ/ চরম কইছেন ওস্তাদ/ ফাটাফাটি/জোস হইছে দোস্তো- এই জাতীয় হ্রসধনি তুলে উল্লাস প্রকাশ করতো। আর কেউ সযৌক্তিক প্রতিবাদ করলেই সরাসরি তাকে ব্যান মারা হতো, কতো জায়গায় কতবার যে আমি নিজেই ব্যান খেয়েছি তার হিসেব দিতে পারবো না। আরও আছে অনেক কিছু কিন্তু ওত গভীরে আর গেলাম না । যাইহোক ফিরে আসি প্রসঙ্গে, তো যারা এইসব করে নিজেকে একেকজন রতি-মহারতি মনে করতো এবং ভাব দেখাতো- তারা আজ এই বিষয়ে কেমন জানি চুপসে গেছে । মনে হয় যেন এক এক জন ফাটা বেলুন । শুধু এখানেই শেষ নয়, উল্টো ঢোল পাল্টে এখন তারা চরম ধার্মিক থুক্কু মানে বিশেষ ইসলামী চিন্তাবিদ । তাদের কথায়, স্ট্যাটাসে ও বিভিন্ন পোস্টে আল্লাহ-রসুল-ইসলামের কথা যেন টপকায় টপকায় পড়তেছে । হায় আল্লাহ/ আল্লাহ'র নামে/ আল্লাহ'র কসম/ আল্লাহ তুমি মাফ করও/আমাদের নবী অমুক কথা বলেছেন/ কোরআনের ওই আয়াতে এই লেখা আছে সেটা আমাদের মেনে চলা উচিৎ- এই জাতীয় সব আর কি । এখন আমি পাপী ভাবতেছি এই সব মহাবীরদেরকে দাড়ি, টুপি, পাঞ্জাবি আর হাতে তসবি জপরত অবস্থায় কবে না জানি দেখি ! যদিও আমি সেই দৃশ্যেও বিলকুল আশ্চর্য হবো না ।

পুনশ্চঃ- যে অবস্থানে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না, সেই অবস্থার সৃষ্টি করেন কেন? সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি বা ফায়দা লুটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে বলে রাখি সেদিন আর বেশী দূরে নয় যখন বাংলার জনগণ আপনাদের মতো রাষ্ট্র ও সমাজ দ্রোহীদেরকে জনতার আদালতে দাড় করাবে ।



বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File