সোনার বাংলাদেশ নিষিদ্ধ ও প্রাসাঙ্গীক আলোচনা।
লিখেছেন লিখেছেন শামীম রেজা ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১১:৫৯ রাত
আমাদের একজন ভাই পানিতে পড়ে গেছে, এখন কি করবেন? তার অতীত ভুলের জন্য এবং সাতার না শেখার জন্য গালমন্দ করবেন? নাকি তাকে উদ্ধারে ঝাপিয়ে পড়বেন?
আমার মতে বাংলাদেশ সরকারের মিডিয়া দমন নিয়ে অনলাইনে ঝড়তোলার এটাই উপযুক্ত সময়। নয়া দিগন্ত অফিসে আগুন দেয়া হয়েছে, দেশের বিভিন্ন স্থানে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে পত্রিকা ঢুকতে দেয়া হচ্ছেনা, সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ করে দেয়া হয়েছে, আর আমরা চুপ করে মজা দেখছি। আবার আমরাই মিডিয়া নেই, মিডিয়া নেই বলে বিলাপ করি।
আমাদের শুভবুদ্ধির উদয় কবে হবে আল্লাহ ভালো জানে।
সোনার বাংলাদেশ ব্লগের শুরু থেকেই ব্লগটির সাথে ছিলাম, কিন্তু অনেক আবেগের ব্লগটির মডারেটরদের স্বেচ্ছাচারিতার কারণে ঘোষণা দিয়েই ব্লগটি ত্যাগ করি। কিন্তু বর্তমান সরকারের মিডিয়া দলন আমাদের নিজেদের গ্রুপিং এর কারনে, ব্যক্তিগত রেষারেষির কারনে পার পেয়ে যাবে সেটা হতে দেয়া উচিত নয়। সবার কাছে অনুরোধ এখনি এর বিরুদ্ধে অনলাইনে প্রতিবাদ শুরু করুন। কীবোর্ডে ঝড় তুলুন নয়ত এর পরিনতি ভালো হবেনা, আমাদের শেষ আশ্রয় গুটি কতক মেরুদন্ডহীন মিডিয়া যাও আছে সেগুলোকেও হারাতে হবে।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন