আমাকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই : মাহমুদুর রহমান

লিখেছেন লিখেছেন মুহাম্মদ মাহবুব হাসান ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৬:১৫ রাত



‘আমাকে জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। গ্রেফতার হওয়ার ভয় যে পাই না তা আগেই প্রমাণিত হয়েছে।’

শনিবার দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান সম্পর্কে এমন বক্তব্য দেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি বলেন, “এর আগেও আমাকে জেল খাটতে হয়েছে। নির্যাতন সহ্য করতে হয়েছে। এবারও যদি আমি গ্রেফতার হই এবং আগের মতো রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করা হয়, এমনকি নির্যাতনে যদি আমি মারাও যাই, তাহলে আমার জীবন সার্থক হবে। কারণ আমি রাসুল (সা.) ও ইসলামের জন্য জীবন দিতে পেরেছি।”

মাহমুদুর রহমান বলেন, “আমার পত্রিকা শাহবাগের গণজাগরণ নিয়ে সংবাদ পরিবেশন করে বলেছে, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদের পদধ্বনি এক কথা নয়। এই ১৭ দিনের্ আন্দোলনে প্রমাণিত হয়েছে আসলেই এটা ছিল ফ্যাসিবাদের পদধ্বনি। কারণ ফ্যাসিবাদ মানে হলে কারো সমালোচনা পছন্দ হবে না।”

তিনি বলেন, “শাহবাগে যখন আন্দোলন শুরু হলো তখন সব পত্রিকা ও গণমাধ্যম এই আন্দোলনকে সমর্থন জানিয়ে সংবাদ পরিবেশন করেছেন। শুধুমাত্র দুই একটি পত্রিকা এর বিরুদ্ধে লিখেছেন। এখন দেখছি আপনারা এই একটি পত্রিকার সমালোচনা পছন্দ করতে পারছেন না। তাহলে কি বলবো আমার দেশ সব গণমাধ্যমের চেয়ে শক্তিশালী।”

মাহমুদুর রহমান বলেন, “আজ আমি আপনাদের যা বলছি, আমার সন্দেহ আছে অবিকৃত অবস্থায় আপনারা সেগুলো প্রচার করতে পারবেন কি না। কারণ আপনাদের পত্রিকার সম্পাদক কিংবা টিভি চ্যানেলের এক্সিকিউটিভরা তো আমাকে নিয়ে টক’শোতে অনেক কথা বলছেন। ডেসটিনির মতো প্রতারক কোম্পানির টিভি চ্যালেনের একজন সাংবাদিক নেতা টক শোতে বলছেন কেনো আমাকে গ্রেফতার করা হচ্ছে না। দেশ থেকে কি লজ্জা-শরম উঠে গেছে। একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারাটা দেখুন।”

আমার দেশ সম্পাদক বলেন, “আমি কিন্তু কখনোই পত্রিকায় লিখিনি যে, ইসলাম ও রাসুলকে (সা.)নিয়ে কুৎসা রটনাকারী ব্লগারের শাস্তি হোক। আমি শুধু তারা যা লিখেছে এবং তাদের সম্পর্কে আদালত যে রুল দিয়েছে সেগুলো প্রকাশ করেছি। কিন্তু আওয়ামী লীগের একটি সংগঠন ওলামা লীগ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাহবাগ আন্দোলনের অন্যতম নেতা ইমরান এইচ সরকারের শাস্তি ও ফাঁসির দাবি করেছে। তাহলে আমি উসকানিদাতা হলাম কিভাবে? এখন দেখছি সরকারের সংগঠনই উসকানি দিচ্ছে।”

তিনি বলেন, “অনেকে বলছেন শাহবাগের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন।যে আন্দোলন থেকে আমাকে বাপ্পা দিত্য নামের একজন লগি বৈঠার খুনি আমাকে খতমের হুমকি দিয়েছে। এভাবে একজন মানুষকে খতমের হুমকি কোন গণতান্ত্রিক আন্দোলন- এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।”

মাহমুদুর রহমান বলেন, “শাহবাগের আন্দোলনের অন্যতম আরেক নেতা ও লেখক ড. জাফর ইকবাল তার ভাই হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা ‘আপনাকে আমি খুঁজে বেড়াই’ বইতে লিখেছেন, আমার নানা দীর্ঘদিন মুসলিম লীগ করেছেন। তাই ১৯৭১ সালে তিনি শান্তি কমিটির সভাপতি নির্বাচিত হন। কিন্তু পরে মুক্তিযোদ্ধারা তাকে হত্যা করে। আমি এটা ভেবে কষ্ট পাই তার মতো একজন অসাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।’ এই হচ্ছে জাফর ইকবালের বড় ভাইয়ের লেখা। আর তিনি এখন কী বলছেন।”

রাসুলকে (সা.) অবমাননা করার প্রতিবাদে আগামী সোমবার দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের একটি নফল রোযা রাখার আমন্ত্রণ জানিয়ে মাহমুদুর রহমান বলেন, “রাসুল (সা.) সোমবারে জন্মগ্রহণ ও ইন্তেকাল করেছেন। তাই আগামী সোমবার আপনাদের প্রতি আমার অনুরোধ যারা রাসুলকে (সা.)বিশ্বাস করেন, ভালোবাসেন, তারা একটা নফল রোযা রাখবেন। এবং তার পরদিন সকল ধর্মের বিশ্বাসীরা একটি সাদা কাগজে লিখবেন ‘ধর্মদ্রোহীদের ঘৃণা করি’ এবং কাগজটি ছড়িয়ে দিবেন।”

আজ গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, “২০১০ সালে এমন একটি সংবাদ সম্মেলন শেষে আমি গ্রেফতার হই। তাই আজই আমি গ্রেফতার হওয়ার আশঙ্কা করছি। আমি প্রস্তুত, তাই আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছি।”

তিনি বলেন, “অনেক বড় বড় পত্রিকার সম্পাদক বলছেন কেনো আমাকে গ্রেফতার করা হচ্ছে না। আমারও তো একই প্রশ্ন আমার বিরুদ্ধে আড়াই মাস আগে রাষ্ট্রোদ্রোহ মামলা হয়েছে। কিন্তু সরকার কেনো গ্রেফতার করছে না।”

সূত্র : নতুন বার্তা ডটকম

বিষয়: বিবিধ

২৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File