এসো বন্ধুএসো!
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৯:০৪ দুপুর
এসো বন্ধু এসো অদেরকে বিনাশো
ওরা নাস্তিকমুরতাদ।
শহবাগের মুড়ে দেখো ওদের কৃর্তিকলাপ
ধর্ষিতার অভিনয় করে,করছে কেমন বিলাপ?
রাধা কৃষ্ণকালিয়া বিন্দাবন জুড়িয়া
হয়েছে উন্মাদ।
অদের কৃতকর্ম দেখে শয়তানেও দেয় সালাম
মুসলমানের সন্তান হয়ে অমুসলীমদের হয় গোলাম
যা শয়তান করেনা তা ওরা ছাড়েনা
ওরা ইবলিশের ওস্তাদ।
দিগম্বর হতেপারলে ওদের থাকে দিলখোলা
ইসলামী রাজনীতি থাকলে ওদের গায়ে দেয় জ্বালা
যারা স্রষ্টায় বিশ্বাসী তাদের দিতেচায় ফাশিঁ
ওদের বেড়েছে উত্পাত।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন