পরম সহিষ্ণুতা সুস্থ সমাজ গড়ার পূর্ব শর্ত

লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪৮:১১ দুপুর

আমার কেন যেন মনে হয় দেশের বিরাজমান অবস্থার জন্য একটি শক্তি অদৃশ্যেকাজ করে যাচ্ছে।তারা ছায়াঁ হয়ে একটি অশুভ কায়ার উপর ছওয়ার হয়েই কাজ করে যাছ্ছে হাজার বছরের পরিকল্পনার আলোকে।তানা হলে আমি আওয়ামীলীগ ভাই বি এন পি বাবা জাতীয় পার্টির নেতা বা কর্মী।

তাহলে নিজেদের ভিতর কেন এই মরন লড়াই?

কেন হত্যার হুলি খেলা?

কেন এই হিংসা বিদ্বেষ,?

আমরা সবাই একই দেশেমাতৃকার সন্তান,দেশ ও মানুষের কল্যানেই আমাদের সকল প্রকার চেষ্টা।ভেবে দেখার বিষয় হলো আমাদের মধ্যে বিবেধ সৃষ্টিকারী কে বা কাহারা?নিশ্চয়ই অন্য কেহ।তাদের খোজে বের করা এবং তাদের সরযন্ত্র থেকে সতর্ক হয়ে জাতীয় ঐক্য সময়ের দাবী। মনে রাখতে হবে-

পরম সহিষ্ণুতা সুস্থ সমাজ গড়ার পূর্ব শর্ত।প্রত্যেক মত ও পথের অনুসারীগণ যদি নিজস্ব মত ও পথের শ্রেষ্ঠত্বের দিকে আহ্বান করেন এবং অপরের মত ও পথের নিকৃষ্টতা যুক্তি প্রমান দিয়ে জনসমক্ষে তুলে ধরতে পারেন তাহলে শ্রেষ্ঠতম মত ও পথই শ্রেষ্ঠবলে প্রমানিত হবে এটাই যুক্তি যুক্ত।শ্রেষ্ঠ ও সুন্দরতম মত ও পথ সমাজের সুন্দর মনের সকল মানুষেরাই সন্ধান করেন।তবে যে মত ও পথ দেশের সংক্ষ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী গ্রহন করবে সেই মত ও পথ সমাজে প্রতিষ্ঠিত হবে।

কিন্তু যে মত ও পথ দেশের বৃহত্তর জনোষ্ঠি গ্রহণ করলোনা তাদের সমাজ থেকে বের করে দেওয়ার কোন যুক্তি নেই।দুখের বিষয় হলো -আমাদের দেশের যে কোন মতও পথের অনুসারীগণ মনে করেন তাদের মত ও পথই একমাত্র উত্তম তাই ওটি মানতে হবে।যারা না মানবে তাদের যে করেই হোক নিশ্চিন্হকর দিতে হবে।এমন অগনতান্ত্রীক নীতি অনুসরনের কারনেই আজ সমাজ জীবনে অশান্তি হানাহানি।তাই তো আমরা সভ্যজাতী হিসেবে প্রতিষ্ঠালাভ করেতে এখনও পারিনী।এক্ষেত্র দেশের বিবেকবান প্রত্যেক ব্যক্তির রয়েছে কর্তব্য তাহলো-কল্যাণকর মুল্যবোধের বিকাশসাধনে অসহিষ্ণুতা,হিংসাপরায়ণতা ও হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে অবিরাম প্রতিবাদ করতে থাকা।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File