বন্দি মানবতা

লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ২৭ মে, ২০১৩, ০২:৫০:৫৩ দুপুর

কবি আসাদবিন হাপিজ নয়,বন্দি মানবতা

ইসলামের সানিত অস্ত্রে যে কবি সজ্জিত

তার কলম কখনো থাকেনা শৃঙ্খলিত।

আসাদের জীবন একটি চুরান্ত বিপ্লবের জন্য

বন্যপশুদের আক্রমন তার কাছে অতি নগন্য।

ইসলাম স্বাধীনতা ও মুক্তির প্রশ্নে

মানবতার কবিরা হয় আপোষহীন।

যখন দু:শাসনের বেড়াজালে আবদ্ধ জাতী

মরন তার কাছে জীবনের চেয়ে প্রিয়তর!

মানুষের মনন যখন ক্লিষ্ট দৈন্যতা আর

হতাশার নির্মমতায় অতিষ্ট,

কবিদের সানিত কলম তখন সরব থাকে।

কবিকে ভয় ভীতী কখনো স্পর্শ করে না

কবিরা হয় অকূতভয় নির্ভিক বীর সেনানী।

কবি নজরুল ফররুখ মতিউর রহমানও নেই

তুমি তো তাদেরই উত্তর সুরি।

রবি ঠাকুরের উত্তর সুরি নও

যে বাতিলের সাথে আপোস করে চলবে।

জেল জুলুম তো বীরের জন্য

ভীরু কাপুরুষের জন্য নয়।

কবি বন্দী হতে পারে কলম বন্দী নয়

অত্যাচারী শাসকের সাথে সন্ধি নয়।

বিষয়: বিবিধ

১৫৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File