দেশ এক অনিশ্চিত ভবিশ্যতের দিকে!

লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ২৭ এপ্রিল, ২০১৩, ০১:৩৯:১৮ দুপুর



আমাদের প্রিয় দেশটি আজ বিভিন্ন দিকথেকে সংকটাপন্ন।কোথায় তার গন্তব্য কেউ জানেনা।বিরোধী দল বলুন প্রধান মন্ত্রীই বলুন উভয়ই নিজ নিজ ভবিশ্যত গড়ার স্বপ্নে বিভোর।দেশ যেথায় যায় যাকনা।একদল ভাবছে ক্ষমতাচলে গেলে নিজেদের অপকর্ম দূর্নিতীর দায়ে নিশ্চিন্হ হওয়াছাড়া গতান্তর নেই।অপরদল ভাবছে ক্ষমতায় না যেতে পারলে নিজেদের অস্তিত্ব থাকবেনা।এখন মাঝখানে যারা দেশের স্থীতীরক্ষায় জীবন দিয়ে যাচ্ছেন তাদের তাদের জনগন কতটা বুঝতে চেষ্টা করছে সেটিই প্রশ্ন?? সূজলা সূফলা বাংলাদেশ সর্বকালেই বিদেশীদের দৃষ্টিকাড়তো।তাই তাদের লুলোপ্যদৃষ্টি আগের মত এখনো রয়েছে গেছে।এদেশ এ জাতী বিশ্বে মাথা তুলে দাড়াক এটা প্রতিবেশি দেশের বড় ঈর্সার কারন।

এ দেশ সম্ভাবনার দেশ!

এ দেশে প্রচুর জনশক্তি রয়েছে!

এ দেশে অভাবনিয় কাচামালের সম্ভার!

এ দেশে অজস্র প্রাকৃতিক সম্পদ রয়েছে!

এগুলির সুষ্ঠব্যাবহার ও সম্নয় হলেই দেশ উত্তর সামনের দিকে অগ্রসর হবে।সবচেয়ে বড় কথা হলো আমারা দেশ প্রেমের কথা মুখে বলি অন্তর যে দেশপ্রেম শূণ্য তা আমাদের কাজকর্মে ফুটে উঠে।আমারা সহজেই নিজের

স্বার্থেই ষরযন্ত্রকারীদের ক্রিয়ানকে পরিনত হই।আমরা ভুলে যাই দেশ জাতী মাটি ও মানুষের কথা। আজ যা ঘটছে এরই ফলস্রুতি।আমাদের পোশাক শিল্পের অগ্রগতি ও সম্ভাবনা নস্যাত করার চিন্তা ভাবনা সামনে রেখেই পরিকল্পিত ভাবে দেশে একটা অরাজগতার সৃষ্টি করা হয়েছে।দেশের অস্থিতিশীলতা চীরস্থায়ী করার একটা ঘৃন্য ষরযন্ত্র চলছে।এক্ষেত্রে আমাদের প্রত্যেকেই স্বচেতন হতে হবে শত্রুকে চিনতে হবে।একে অপরের সাথে সহমর্মিতার হাত বাড়াতে হবে।হিংসা বিভেদ ভুলতে হবে জাতর মধ্যে বিভাজন না করে জাতীয় ঐক্যগড়ে তুলতে হবে। দেশ প্রেমকে সবার উর্দ্ধে স্থান দিতে হবে।তা হলেই সবাই মিলে কাংখিত গন্তব্যে দেশকে এগিয়ে নেওয়া সম্বভ হবে।আমাদের সামনে উত্কৃষ্ট উদাহরন রয়েছে ৭১ রের মুক্তি যুদ্ধ।বর্তমানে আবার আমরা সাভার ট্রাজিটিতে ঐক্যবদ্ধ হয়েছি।আসুন আমরা প্রতিট দুর্যোগে একত্রিতো প্রয়াস চালাই হোক না রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যেকোন সংকট কাটাতে চাই ভালবাসা সহমর্মিতা সহানুভূতি ও

দেশপ্রেম।

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File