ওহে হিংসুটে বিভ্রান্ত রমণী !
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ২৩ জানুয়ারি, ২০১৩, ০৩:৫২:১৯ দুপুর
ওহে হিংসুটে বিভ্রান্ত রমণী !
আমি তোমকে সাবধান করে দিতে চাই।
ভাতৃ হত্যার ঘৃণিত স্বরযন্ত্রথেকে ফিরে এস!
যারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির নির্ঘুমা অতন্ত্র প্রহরী-
তাদের বিরোদ্ধে হিংসাত্মক কালো থাবা বিস্তারথেকে
নিজেকে সংযত রাখ।
ইতিহাস স্বাক্ষী!
যারাই এমন ভয়ংকর সবর্নাশা ভাঙ্গাভাঙ্গির খেলায়
মেতে উঠেছিল তাদেরই ঘটেছিল করিুন পরিনতি-
ভেঙ্গে-দুমরে পরেছিল তাদের সুউচ্চ রাজপ্রাসাদ।
আজ বাংলাদেশের দুঃসময় ঘনিভূত হয়ে আসছে-
ক্ষেপাকুকুরের মত তেড়ে আসছে এক প্রলয়ংকরী ঝটিকাবর্ত।
ইতিহাসের কালো অধ্যায় সুচিত হতেযাচ্ছ।
তোমার এবং তোমার সহচরদের বিসাক্ত ছুবল
বাংলাদশের মানুষের হৃদয়ে বিষবাস্প ছড়াচ্ছ -
মানচিত্রকে করছে কুলসিত।
মিথ্যে দেশপ্রেমের হাওয়াতুলে জাতিকে বিভ্রান্ত করা থেকে বিরত থাক।
যাদের উপর খরগ তুলেছে -তারা মৃত্যুকে আলিঙ্গন করতে জানে হাসি মূখে -
সাহাদাতের অমীয় সুধা পানে নিজেদের ধন্য মনে করে।
ভুলে যেয়োনা!
যারা মরার জন্য লড়াই করে তাদের বিজয় সুনিশ্চিত।
তাদের অপ্রতিরোদ্ধ শক্তি নিয়ে আসবে তোমার ধংসাত্মক পতন।
ক্রমস এগিয়ে আসাছে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী সংগ্রাম-
যে সংগ্রাম সহসা রূপ নিবে পরিবর্তণশীল প্লাবনের -
সেকুলার মতবাদের দূগর্ন্ধযুক্ত ভ্রান্তআদর্শকে ভাসিয়ে নিয়ে যাবে বঙ্গপোসাগরে!
বাংলাদেশের পলিমাটি হবে পবিত্র
যে মাটিতে খাঁটি ইসলামের সবুজচাড়া গজাবে!
তোমার আর্তনাত করা ছাড়া আর কিছুই করার থাকবেনা।এটাই আল্লাহর ওয়াদা।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন