বৈচিত্রের ঋতু গ্রীষ্ম

লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:০৪:০৫ দুপুর



গ্রীষ্মের কাঁঠ ফাটা রোদ তীক্ষè খরতাপ

আকাশ থেকে যেন আগুন ঝরছে !

কৃষকের মুখে নেই ভাটিয়ালী গান

বাতাসে ভাসে শিশুদের আত্ম চিৎকার ।

পথিকের ভির যেন মেলা বসেছে বটের তলায়

গল্পের আসর জমে উঠেছে পুরনো ইতি কথায় ।

রাত্রীতে গোয়ালে গরু-মহিষ উঠে আর শোয়

স্বস্তির ঘুম নেই দু-চোখে মশার কামঁড়ে কাতর

ঢাঁউশেরা রক্ত খায় চুষে ,

ভ্যাপসা গরমে দাপাদাপী করে

দড়িঁ ছিড়ে ছুটে এদিক ওদিক ।

আম কুড়ানোর উল্লাসে হাসে

পল্লীবালা দামাল ছেলে ,

পাঁকে আম জাম আনারস

পাঁকা কাঁঠালের গন্ধে মন ভরে উঠে লোভে ।

রোদ্র মুর্তির বোশেখে তুফানের তান্ডব লিলা

নীলা আকাশ সাজে ভয়ংকর রূপে ।

আঘাতে আঘাতে তছনছ করে পল্লী মায়ের বুক

গরীব চাষীদের মনে ভীতি

পুরনো ছনের ঘরে বাঁশের দুর্বল খুঁটি ।

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File