(ছড়ায় ছড়ায় শিশুতোষ গল্প) সিংহ ও ছাগী

লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:৫২:১৯ রাত



দাদু: শোন শোন দাদুমনি

সময় কিন্তু অল্প

শুনবে এসো সোনা দাদু

কল্প লোকের গল্প।

আফ্রিকার জঙ্গলের কথা তোমরা

নিশ্চয় শুনেছো।

সকলে হ্যাঁ, অনেক শুনেছি।

দাদু: গভীর বনে বাস করতো

হাজার রকম জীব

বনের রাজা সিংহ ছিল

সেজে এক আজব।

ছিল তাদের তিনটে ছানা

দুটি ভাল একটি কানা।

তারপর কি হলো জানো?

সকলে: কি হলো তারপর?

দাদূ : হঠাৎ একদিন সিংহ রাজার

স্ত্রী গেল মরে

পড়লো সেতো ভিষণ ফেরে

করবে এখন কি যে।

বলতো, ছোট্ট সিংহ শাবক দুধ ছাড়া কি বাঁচে?

সিংহ রাজা সমগ্র জঙ্গলে

তন্ন তন্ন করে কোথাও দুধের কোন সন্ধান পেলো না।

সকলে: তাইতো ভাবছি দাদু এখন ওরা বাঁচবে কি করে।

দাদু: ঘরে ফিরে এসে কি দেখে জানো?

সকলে: এখনোতো বলোনি, বারে জানবো কি করে?

দাদু: ঘরে ফিরে সিংহ রাজা

দেখে অবাক কান্ড

মনের সুখে খেলছে ওরা

সুখের চিত্র খন্ড।

সিংহ বলে দেখতে হবে

কিষে পেল শক্তি

সব বিপদের ঘোর কাটলো

পাবো আমি মুক্তি।

সিংহ রাজা গা ঢাকা দেয়

গাছ গাছালীর ঝোপে

ছাগী এসে দুধ খাওয়ালো

স্নেহময়ী রূপে।

সকলে; তারপর কি বলো দাদু ভাই।

দাদু; সিংহ যখন ছাগীর সামনে এসে দাঁড়ালো

ছাগী তখন ভয়ে কাঁপছিল

সিংহ তাকে অভয় দিয়ে বললো,কোন ভয় নেই

বন্ধু তুমি আজ থেকে তুমি নির্ভয়ে নির্দ্বিধায়

সমগ্র জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে কেউ

তোমাকে কিছু বলবে না। ছাগী সিংহ

রাজাকে সালাম করে বিদায় নিল।

সকলে; তারপর কি হলো দাদু?

দাদুঃ ছাগী সমগ্র বন জঙ্গলে চষে বেড়ায়, কেউ তাকে

কিছু বলো না, অনেক দিন এমনিতে কেটে যায়।

হঠাৎ ছাগীর

মনে সাধ জাগলো বাঁশ পাতা খাওয়ার, কিন্তু বনের ভিতর

যে বাঁশ ঝাড় ছিল তা অনেক বড় বড়, তাই কচি পাতা

পেড়ে খাওয়া ছাগীর জন্য হয়ে উঠল অসম্ভব। কি

হলো তোমরা দেখছি খুব চিন্তায় পড়ে গেছ। চিন্তার

কোন কারণ নেই, দেখ না ছাগীর বুদ্ধি কত প্রখর।

ওখান দিয়ে একটি ইয়া বড় হাতি যাচ্ছিল, ছাগী

তার আকাংখার কথা হাতি খুলে বললো, হাতি

মাটিতে শুয়ে গেল এবং ছাগী তার উপর উঠে বসলো।

তারপর হাতি উঠে দাঁড়াল এবং ছাগী এবার মনের

সুখে বাঁশ পাতা খাচ্ছে। পাশেই একটি উচু ডালে বসে একটি

কাক বিষয়টি লক্ষ করছে এবং অবক হয়ে ভাবছে

হাতির উপর চড়ে ছাগী

বাঁশের পাতা খায়

নিগুড় তত্ব জানতে কাকে

হাতিকে শুধায়

এই যে হাতি মামা, তুমি এত বড় জন্তু আর একটা

পুচকে ছাগী তোমার উপর চড়ে পাতা খাচ্ছে

এটা কেমন কথা ওকে কিছু বলছো না এর কারণটা

কি জানতে পারি? হাতি সমস্ত ঘটনা খুলে বললো

কাকটাকে এবং আরও বললো, হিংসা করা মহাপাপ

উপকারীকে সম্মান করা মহত্বের কাজ। কাকটি হাতির

একথা শুনে ছাগীর কানে কানে ধন্যবাদ দিয়েই ফুড়–ৎ

বিষয়: বিবিধ

২৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File