এক পুলিশ অফিসারের সাথে ১০ মিনিটের সময় ধরে আলোচনার অংশ বিশেষ।

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০২ এপ্রিল, ২০১৩, ১২:৪৬:২১ রাত

চার জন পুলিশ, তার মধ্যে একজন অফিসার। রাস্তার পাশে ফুটপাতের দোকানে ডাল-পুরি খাচ্ছে আর দোকানিসহ তিন জন সাধারণ মানুষের(কাস্টমার) সাথে কথা বলছে। দেশের পরিস্থিতি সম্পর্কে কথা হচ্ছে, তাই থমকে দাঁড়ালাম। তাদের কাছা-কাছি দাঁড়িয়ে পুরির অর্ডার দিলাম। পুলিশ অফিসারদের সাথে যে সব কথা হচ্ছিল তা সংক্ষেপে বলছি।

১. দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ নিরাপদ নয়। আমরা আরও বেশি অনিরাপদ। এখন ডিউটিতে আসতে ভয় লাগে। ঢাকার বাহিরের অবস্থা আরও খারাপ।

২. আসলে সরকার ভুল করতাছে। দেশের অবস্থা মিশরের মতো হয়ে যাচ্ছে।

৩. সাঈদীর রায় দিয়ে সব চাইয়ে বড় ভুল করেছে। সাধারণ মানুষ যে তাকে ভালো হিসেবে জানে, সরকারের এটা বুঝা উচিত ছিল।

৪. বিক্ষোভ করতে আসে এমন অনেক পুলিশের আত্মীয়-স্বজনও মারা যাচ্ছে।

৫. যতক্ষণ ডিউটিতে থাকি ততক্ষণ অসস্তিতে থাকি।

আরও অনেক কথা হয়েছে সব গুলো মনে নাই। তবে উল্লেখযোগ্য এই গুলোই।

আর হ্যাঁ, আমার এক কমেন্টে তিনাদের সায়:- বাংলাদেশে শেখ মুজিব, জিয়াউর রহমানের পর সব চাইয়ে জনপ্রিয় ব্যক্তি হলো সাঈদী সাহেব। সব দলের কাছেই উনি জনপ্রিয়।

বিষয়: বিবিধ

১৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File