একটি ‪‎প্রেম‬ কাহিনীর সংক্ষেপ বর্ননা....

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২৯ আগস্ট, ২০১৫, ০৫:১২:৩৩ বিকাল

রাজু-সীমা (ছদ্দ নাম) দুই জনের মাঝে দীর্ঘ পাঁচ বছরের প্রেম ছিল! এই সময়ে একে অপরকে নিয়ে অনেক কিছুই ঘটেছে। হঠাৎ কালবৈশাখী ঝড়ের মত একটি অভিমান দুজনকে আলাদা করে দিয়েছে!

অনেক দিন হল দুজনের মধ্যে কোন যোগাযোগ নেই! কিছু দিনের মধ্যে সীমা আবির নামে অন্য একটা ছেলেকে পচন্দ করা শুরু করে দিয়েছে!

ইতিমধ্যে আবিররে সাথে মেয়েটির প্রেমও জমে উঠেছে। নতুন করে স্বপ্ন বুনা, জীবন সাজানোর নতুন পরিকল্পনা, সব চলছে স্বাভাবিক।

দেখতে দেখতে আবির-সীমার মধ্যে সম্পর্কের দুই সপ্তাহ কেটে গেল। হঠাৎ আবির টের পেল যে মেয়েটা তাকে কেমন যেন এড়িয়ে চলছে! অগোচালো কথা বলছে! সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল!

সাপ্তাহ খানেক পর আবির জানতে পারে মেয়েটা তার পুরোনো প্রেমিক রাজুর সাথে ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলেছে!

আবির এখন একলা। বিরহ যন্ত্রনা নিয়ে সে এখনো সীমার কথাই ভাবে! কেন সীমা পুতুলের বিয়ের মত এমন করে তার সব স্বপ্ন ভেঙ্গে দিল? এর কোন উত্তর আজও খুঁজে পায়না আবির...

[আবির(ছদ্দ নাম) আমার কাছের একজন মানুষ। তার জন্য দোয়া করুন যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ভুলে যেতে পারে সীমা নামের দু:স্বপ্নকে!]

সীমা আসলে কি কাউকে ভালোবাসে? সত্যটা সেই বলতে পারবে! ‍যদি তার মনে অন্যকিছু থকে তাহলে রাজু-আবির দুই জনেই একটি ভুল মানুষের দ্বারা প্রতারিত হয়েছে/হচ্ছে! এই ধরনের মেয়েকে কি বলা হয় জানা নাই তাই তাকে নিয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338450
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালবাসা আর জিবন এর মধ্যে পার্থক্য করা উচিত।
338488
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:২৮
আবু জারীর লিখেছেন : এরকম ভালোবাসাবাসিই ভুল। অতএব একটা ভুল করতে করতে আবির যে মুক্তি পেয়েছে এজন্যই বরং তার শুকুরগুজার হওয়া দরকার।
338499
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:২১
আহ জীবন লিখেছেন : সীমা রাজুকেই ভালো বাসে।
338903
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:৪২
এ,এস,ওসমান লিখেছেন : দেখ ভাই প্রেম ভালবাসা বলতে কিছু নেই, ওগুলো শুধু আবেগ Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File