রেজিষ্ট্রেশন ফি জমা দিতে গিয়েও চাঁদাবাজির শিকার!
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২৭ জুন, ২০১৫, ০৬:৩০:৪৭ সন্ধ্যা
-এই ছেলে, তুমি এখানে কি কর?
-এমনিতেই দাঁড়িয়ে আছি।
-এমনিতেই দাঁড়ানোর আরো জায়গা আছে, এখানে বিশৃংখলা করা যাবে না। যাও এখান থেকে।
-অসুবিদা কি?
-তুমি কি এই কলেজের ছাত্র? কোন ক্লাসে পড়?
-জ্বী, ইন্টারে।
-এখানে (মাষ্টার্স) তোমার কি কাজ! এখনও দাঁড়িয়ে আছ! যাও বলছি...
[অবশেষে ঘাড় বাকা করেই সে এবং তারা স্থান ত্যাগ করল]
উপরোক্ত কথা গুলো একজন পুলিশ এসপি ও এক ছাত্র(?) নেতার(!)!
ঘটনাটা বলি, আজ মাষ্টার্স ফাইনাল পরীক্ষার রেজিষ্ট্রেশন করতে গেলাম। রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য ব্যাংকে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছি।
কিছু ছাত্র-নেতা(!) (সরকার দলীয়) সিরিয়ালের সামনে দাঁড়িয়ে জনপ্রতি ২০০-১০০ টাকা করে চাঁদা নিচ্ছে! এছাড়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন লাভ হচ্ছে না। উৎকোচ দেওয়া ছাড়া কেউ টাকা জমা দিতে পারছেনা!
কয়েকবার শিক্ষকরা এসে তাদের সতর্কও করেছেন, একবার ব্যাংকের বুথও বন্ধ করে দিয়েছেন, তবুও কোন লাভ হল না। যেই লাউ সেই কদু! শিক্ষকদের কথা শোনার এত সময় কোথায়? একদম টাটকা টাকার ঘ্রান! সংখ্যায় তারা অনেক অন্তত কুড়ি জন হবে। তাই কেউ কিছু বলার সাহস করছেন না!
অবশেষে কয়েকজন পুলিশ সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।
এই হল আমাদের আদর্শিক(?) আন্দোলনের নেতা-কর্মীদের চরিত্র! জানিনা, কে কেমন আদর্শ ফেরী করছেন! তবে এটাই যদি হয় দলবাজীর উদ্দেশ্য, তাহলে আর যাই হোক ঘৃনা ছাড়া বেশি কিছু অর্জন সম্ভব না।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন