অপেক্ষা

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২৩ জুন, ২০১৫, ০৯:০১:৩৪ রাত

সে আমার দরজায় কড়া নাড়বে বলে

কত রাত আমি জেগেছিলাম,

তন্দ্রা আসতে দেইনি দুচোখের কোনে।

সে আসবে বলে এখনো রাত জাগি।

এখনো মনের উঠানে স্বপ্ন আঁকি।

এখনো গান গাই তাহার সুরে।

হারিয়ে যেতে চাই তাহার মোহনায়।

সে আসবে আসবে বলে আজও আসেনি।

দুই হাত বাড়িয়ে ডাকি তারে,

শুনেই যায়, বলেনিতো আজও কিছু।

তাহার অপেক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে

আমার চেয়ে থাকা তাহার পথে,

সে আসবে আসবে বলে আজও আসেনি।

বিষয়: সাহিত্য

১২০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327240
২৩ জুন ২০১৫ রাত ১০:৫১
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : অসাধারণ!!! আমার ফিলিংস গুলোর প্রতিচ্ছবি! ধন্যবাদ!
২৭ জুন ২০১৫ দুপুর ০২:২৭
269918
মোঃ আবদুর রহিম লিখেছেন : স্বাগতম
327299
২৪ জুন ২০১৫ দুপুর ০২:২৪
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
২৭ জুন ২০১৫ দুপুর ০২:২৭
269919
মোঃ আবদুর রহিম লিখেছেন : স্বাগতম
327666
২৭ জুন ২০১৫ বিকাল ০৪:৪৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মা-বাবার ভালবাসার চেয়ে আসল ভালবাসা আর কোথাও নেই। সব ভাওতাবাজি।


তবে আপনার কবিতাটা খুব ভাল লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File