দ্বিতীয় মুক্তিযুদ্ধাদের আমারব্লগের একটি পোষ্ট প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০৬ মার্চ, ২০১৩, ০৯:২৮:২৫ সকাল

অনেক ব্লগে ডুকেছি। আজ গেলাম আমারব্লগ.কম এ। আহা সেকি মাতালের আড্ডাখানা! একটা পোষ্ট, ফেবু পেজ বাঁশেরকেল্লা নিয়ে। আমার মাথায় ধরেনা এত কম বুদ্ধি নিয়ে এরা কিভাবে ব্লগার হইল? বলে কিনা বাঁশেরকেল্লা পেজের পিছনে প্রতিদিন অন্তত সর্বনিন্ম আট কোটি টাকা ব্যয় করে! আবার এই পোষ্টে একজন ছাড়া সবাই টাস্কি খেয়ে সহমত জানান দিলো সাথে উৎবট সব কমেন্ট।

এইবার আপনারাই বলুন এরা কি পাগল নাকি পাগল প্রায়। যেখানে একটা টিভি চেনাল খুলতে লাগে আট দশ কোটি সেখানে একটা পেজের জন্য প্রতিদিন আট কোটি! হাসমু না কাঁধমু বুঝতাছিনা। পারলে আমারে একটু বুঝান।

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File